ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শাপলা বেচে জীবিকা

প্রকাশিত: ০৪:৪৪, ৭ জুন ২০১৫

শাপলা বেচে জীবিকা

শাপলা জলজ ফুল হলেও সবজি হিসেবেও এটি ব্যবহৃত হয়ে থাকে। সবজি বিক্রেতা আলী হোসেনের পঞ্চম শ্রেণীপড়ুয়া মেয়ে সুমাইয়া এখন পড়ালেখার পাশাপাশি শাপলা বিক্রি করে। নিজেদের পুকুরে জন্মানো শাপলা তুলে শহরে এনে বেচে দেয়। এতে দৈনিক বিক্রির পরিমাণ ৫শ’ থেকে ৬শ’ টাকা। ঢাকার মিরপুর বেড়িবাঁধের নবাবের বাগ এলাকা থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×