ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাপ্তাহিক গেইনারের শীর্ষে সামিট পাওয়ার

প্রকাশিত: ০৪:৫৭, ৭ জুন ২০১৫

সাপ্তাহিক গেইনারের শীর্ষে সামিট পাওয়ার

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে সামিট পাওয়ার। সপ্তাহজুড়ে এই কোম্পানির দর বেড়েছে ২৮ দশমিক ৬৫ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আলোচিত সপ্তাহে সামিট পাওয়ার প্রতিদিন ৪২ কোটি ১ লাখ ৮ হাজার ২৫০ টাকার শেয়ার লেনদেন করেছে। আর সপ্তাহজুড়ে কোম্পানিটি লেনদেন করেছে ১৬৮ কোটি ৪ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার। গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ট্রাস্ট ব্যাংক। এ কোম্পানির দর বেড়েছে ১৭ দশমিক ৩২ শতাংশ। সমাপ্ত সপ্তাহে প্রতিদিন কোম্পানিটি ৭ কোটি ১৬ লাখ ১০ হাজার ৭৫০ টাকার শেয়ার লেনদেন করেছে। আর পুরো সপ্তাহে কোম্পানিটি ২৮ কোটি ৬৪ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। গেইনারের তৃতীয় স্থানে রয়েছে এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড। সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ১৩ দশমিক ৩৩ শতাংশ। সপ্তাহে প্রতিদিন কোম্পানিটি ১১ কোটি ৬১ লাখ ২০ হাজার ৭৫০ টাকার শেয়ার লেনদেন করেছে। আর পুরো সপ্তাহে কোম্পানিটি ৪৬ কোটি ৪৪ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া গেইনারে থাকা অপর কোম্পানিগুলোর মধ্যে বিডি কম অনলাইনের ১০ দশমিক ৫১ শতাংশ, অরিয়ন ফার্মা লিমিটেডের ১০ দশমিক ৪৬ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ৮ দশমিক ৪ শতাংশ, আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবি মিউচুয়াল ফান্ডের ৭ দশমিক ৬১ শতাংশ, শাশা ডেনিমসের ৭ দশমিক ৩৫ শতাংশ, বেক্সিমকো ফার্মার ৭ দশমিক ৩০ শতাংশ এবং বাংলাদেশ বিল্ডিংস সিস্টেমসের ৬ দশমিক ৭২ শতাংশ শেয়ার দর বেড়েছে।
×