ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বাড়ল

প্রকাশিত: ০৪:৫৫, ৮ জুন ২০১৫

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৫-১৬ সালের জন্য বাজেট প্রস্তাবের পরের কার্যদিবসে দেশের পুুঁজিবাজারে ইতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন শেষ হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর কর হার কমানোসহ একগুচ্ছ সুবিধা প্রদানের সুুপারিশের পরদিনই উভয় বাজারে সূচকের বৃদ্ধির সঙ্গে সঙ্গে লেনদেন বেড়েছে। শুধু দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন বেড়েছে ৩০ শতাংশ। তবে এদিন অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে ডিএসইতে ৬৪৮ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৪৯ কোটি ৭ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৪৯৯ কোটি ২৫ লাখ টাকার শেয়ার। ডিএসইতে হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির শেয়ার দর। বাজেট প্রস্তাবের পরে বাজারে বড় ধরনের সূচকের উর্ধগতি ঘটলেও দিনশেষে আর তা অব্যাহত থাকেনি। উল্টো দিনশেষে সূচকের কিছুটা পতন ঘটতে থাকে। দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬১৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১২১ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৭৫ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- সামিট পাওয়ার, বেক্সিমকো, খুলনা পাওয়ার কোম্পানি, বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, ইউনাইটেড এয়ারওয়েজ, ইউপিজিডিসিএল, ফার কেমিক্যাল, সাইফ পাওয়ারটেক এবং সামিট এ্যালায়েন্স পোর্ট লিমিটেড। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো : পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ইউনাইটেড এয়ার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, আইসিবি ২য় এনআরবি, ট্রাস্ট ব্যাংক, রেকিট বেনকিজার, ফাস ফাইন্যান্স ও বেক্সিমকো ফার্মা। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : মেঘনা পেট, বিডি কম, এবিবি১ম মিউচুয়াল ফান্ড, তাকাফুল ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ার, অগ্নি সিস্টেম, বাংলাদেশ সাবমেরিন কেবল, লিব্রা ইনফিউশন ও সামিট পাওয়ার। তবে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জে কিছুটা লেনদেন কমেছে। সেখানে মোট ৭৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৩২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ৯৮টি এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।
×