ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুুঁজিবাজারে কারসাজির সুযোগ নেই ॥ ডিএসই এমডি

প্রকাশিত: ০৪:৫৫, ৮ জুন ২০১৫

পুুঁজিবাজারে কারসাজির  সুযোগ নেই ॥  ডিএসই এমডি

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে আর কারসাজির সুযোগ নেই। কেউ করতে চাইলে তাকে সে জায়গায় থামিয়ে দেয়ার ব্যবস্থা আছে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অধ্যাপক ড. স্বপন কুমার বালা। তিনি আরও বলেন, এই বাজেটে পুঁজিবাজারের জন্য যথেষ্ট প্রণোদনা রয়েছে। রবিবার দুপুরে ডিএসই কার্যালয়ে বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. স্বপন কুমার বালা, শেয়ারহোল্ডার পরিচালক শাকিল রিজভী, খাজা গোলাম রসূল, শরীফ আনোয়ার হোসেন ও প্রধান রেগুলেটরি কর্মকর্তা একেএম জিয়াউল হাছান খান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বপন কুমার বালা বলেন, ডিএসই এখন আগের মতো নেই। অনেক সক্ষমতা অর্জন করেছে। চাইলেই এখন কেউ পুঁজিবাজারে ২০১০ সালের মতো কারসাজি করতে পারবে না। কারসাজি করতে চাইলে তাদের সে জায়গায় থামিয়ে দেয়ার মতো ব্যবস্থা ডিএসইর কাছে আছে। তিনি বলেন, ২০১৫-১৬ অর্থবছরের জাতীয় বাজেট আমরা মনে করি পুঁজিবাজারবান্ধব হয়েছে। অর্থমন্ত্রীর ভাষায়, বিগত চার বছরের কার্যক্রমের ফলে পুঁজিবাজার এখন একটি ভাল অবস্থানে পৌঁছেছে। তার সঙ্গে মিলিয়ে বলতে চাই এবারের বাজেটে পুঁজিবাজারে যে ধরনের প্রণোদনা দিয়েছে, তাতে বাজার আরও গতিশীল হবে।
×