ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আজও কর্মসূচী

মিটফোর্ড হাসপাতালে কর্মচারীদের বিক্ষোভ, এক ঘণ্টা চিকিৎসাসেবা ব্যাহত

প্রকাশিত: ০৫:৩৫, ৮ জুন ২০১৫

 মিটফোর্ড হাসপাতালে কর্মচারীদের বিক্ষোভ, এক ঘণ্টা চিকিৎসাসেবা ব্যাহত

স্টাফ রিপোর্টার ॥ কর্মচারীদের বিক্ষোভে রবিবার পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (মিটফোর্ড) প্রায় ঘণ্টাখানেক চিকিৎসাসেবা ব্যাহত হয়। ভর্তি এবং জরুরী সেবা নিতে আসা অনেক রোগীকে পোহাতে হয়েছে দুর্ভোগ। বিক্ষোভ মিছিলের কারণে সেবা নিতে আসা অনেক রোগী জরুরী বিভাগেও ঢুকতে পারেনি। আজ সোমবারও এক ঘণ্টার বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন করবে বলে জানিয়েছে তৃতীয় শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতি। রবিবার সকাল এগারোটা থেকে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা কাজ বন্ধ করে দিয়ে হাসপাতাল চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ করে। এসময় হাসপাতালে কয়েকটি ওয়ার্ড ঘুরে কোন চিকিৎসক ও নার্সের দেখা মেলেনি। কর্মচারীদের আবাসন সমস্যা সমাধান, পোষ্যদের ৪০ শতাংশ নিয়োগ, অসুস্থ কর্মচারীদের জন্য হাসপাতালে আলাদা শয্যার ব্যবস্থা ও সুইপারদের আবাসিক ভবন না ভাঙ্গার দাবিতে বিক্ষোভের কর্মসূচী ছিল। চিকিৎসাসেবা নিতে যাওয়া রোগী ও তাদের অভিভাবকরা অভিযোগ করেন, কর্মচারীদের মানববন্ধন ও মিছিলের কারণে হাসপাতালের ভেতরে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। একই জায়গায় স্বজনদের সঙ্গে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
×