ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হায় সেলফি!

প্রকাশিত: ০৫:৪৭, ৮ জুন ২০১৫

হায় সেলফি!

বর্তমান সময়ে সেলফি তোলা শখের পরিবর্তে যেন রীতিমত রোমাঞ্চে পরিণত হয়েছে। চলন্ত ট্রেনের ছাদ, প্রিয় কুকুর, বিড়াল ও গরুসহ নানা জিনিসের সামনে মোবাইল ধরে নিজের ছবি তুলছে সেলফি প্রেমীরা। কিন্তু তাই বলে বিষাক্ত সাপের সঙ্গে সেলফি? হ্যাঁ, এবার এমনই এক ঘটনা ঘটেছে রাশিয়ার শেলইয়াবিনস্ক এলাকায়। সম্প্রতি দুই ব্যক্তি শেলইয়াবিনস্কর আকাকুল লেকে শখেরবশে মাছ ধরছিলেন। এ সময় তারা দেখতে পান তাদের পাশ দিয়ে কিলবিল করে চলে যাচ্ছে একটি বিষাক্ত কোবরা। তখন ওই দুইজনের মাথায় বুদ্ধি আসে, আচ্ছা এই কোবরার সঙ্গে সেলফি তুললে কেমন হয়?। যে কথা সেই কাজ। সাপটির পিছু পিছু দৌড়। এক পর্যায়ে সাপটি ক্লান্ত হয়ে গেলে এটি ধরে ফেলে ওই দুইজন। এরপর সাপটির সঙ্গে সেলফি তুলতে গেলে এক পর্যায়ে দুজনকেই কামড়ে দেয় সাপটি। বিষয়টি জানাজানি হলে ওই দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়। দুইজনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। আর অপর জনের অবস্থা গুরুতর। চিকিৎসকরা আশা করছেন তাকে বাঁচিয়ে তোলা সম্ভব হবে।-ওয়েবসাইট।
×