ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অভ্যন্তরীণ কোন্দল এরশাদের আজ বরিশাল সফর নিয়ে অনিশ্চয়তা

প্রকাশিত: ০৫:৫৬, ৮ জুন ২০১৫

অভ্যন্তরীণ কোন্দল এরশাদের আজ বরিশাল সফর নিয়ে অনিশ্চয়তা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জাতীয় পার্টির অভ্যন্তরীণ কোন্দলের কারণে আজ সোমবার পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বরিশাল আগমন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দু’গ্রুপ একই সময় একই স্থানে পাল্টাপাল্টি সম্মেলন ডাকায় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে। বিষয়টি গণমাধ্যমে আগেভাগে প্রকাশ পাওয়ায় এরশাদের বরিশালে না আসার সম্ভাবনাই বেশি বলে আভাস দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। ২০১৪ সালের ১৩ জুন সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোর্তুজা আবেদীনকে আহ্বায়ক ও বশির আহম্মেদ ঝুনুকে সদস্য সচিব করে মহানগর এবং প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপুকে আহ্বায়ক করে জেলা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। এরপর থেকে জেলার সাবেক সভাপতি অধ্যক্ষ মহসিন-উল ইসলাম হাবুল ও মহানগরের সাবেক সভাপতি মীর জসিম উদ্দিনের নেতৃত্বে দলের একটি বড় অংশ সম্মেলন প্রস্তুতি কমিটির বিরোধিতা করে আসছে। এতে করে জেলা ও মহানগর জাতীয় পার্টির অভ্যন্তরীণ কোন্দল তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। শুক্রবার জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি অধ্যক্ষ মহসিন-উল ইসলাম হাবুল এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেন সোমবার সকাল ১০টায় অশ্বিনী কুমার টাউন হলে তৃণমূল জাপার কর্মী সম্মেলন করা হবে। ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এর আগেরদিন (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে মোর্তুজা আবেদীন জানান, সোমবার সকাল দশটায় তারা নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলে যেকোন মূল্যে সম্মেলন করবেন। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। উভয় গ্রুপের কর্মসূচী সফল করার লক্ষ্যে সভা থেকে শুরু করে লিফলেট বিতরণসহ প্রচার চালানো হয়েছে। এ নিয়ে দু’গ্রুপের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে সংবাদ সম্মেলন করে উভয় গ্রুপের সম্মেলনকে প্রত্যাখ্যান করেছেন জেলার গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা।
×