ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জামালপুরে বিকল্প ছাড়াই সেতু ভেঙ্গে ফেলায় হাজারো মানুষের দুর্ভোগ

প্রকাশিত: ০৬:১৭, ৮ জুন ২০১৫

জামালপুরে বিকল্প ছাড়াই সেতু ভেঙ্গে ফেলায় হাজারো মানুষের দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ৭ জুন ॥ জামালপুর-মাদারগঞ্জ সড়কে বিকল্প সড়ক নির্মাণ ছাড়াই পুরনো ইস্পাত সেতু ভেঙ্গে ফেলায় ভারি যানবাহন চলাচল বন্ধের পাশাপাশি ঝুঁকি নিয়ে চলাচল করছে অটোরিক্সা, ইজিবাইক ও ভটভটিসহ ছোট ছোট যানবাহন। এতে যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে দুই উপজেলার হাজার হাজার মানুষ। জানা গেছে, জামালপুর-মাদারগঞ্জ সড়কের উন্নয়ন ও ইস্পাত সেতুর পরিবর্তে কংক্রিটের সেতু নির্মাণ কাজ শুরু হয়েছে। এই সড়ক উন্নয়ন কাজটি দ্রুত বাস্তবায়নের জন্য জামালপুর পৌর এলকার রশিদপুর ইস্পাত সেতুটি ভেঙ্গে ফেলা হয়। ২১ মে এই ইস্পাত সেতুটি ভেঙ্গে ফেলার কারণে প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ এই সড়ক পথে ভারি যান চলাচল বন্ধ হয়ে যায়। এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিকের জনগণের দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, তাকে না জানিয়েই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুরনো সেতুটি ভেঙ্গে ফেলেছে।
×