ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফেনীতে অস্ত্রসহ আটককৃতদের পুলিশে সোপর্দ

প্রকাশিত: ০৬:২০, ৮ জুন ২০১৫

ফেনীতে অস্ত্রসহ   আটককৃতদের পুলিশে সোপর্দ

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ৭ জুন ॥ ফেনী সদর থানার লালপুল থেকে ১৫টি আগ্নেস্ত্রসহ ২৬ জন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর অনুসারীেেদর রবিবার বিকেলে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব ফেনী ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ ইব্রাহিম বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে। মালার আসামিদের সঙ্গে জব্দ করা অস্ত্রগুলোও ফেনী থানায় জমা দেয়া হয়েছে। পুলিশ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন জানাবে বলে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে। বিকেল সোয়া ৪টার র‌্যাবের কঠোর নিরাপত্তা বলয় মধ্য দিয়ে ২টি মাইক্রোবাসে করে আসামিদের মহিপাল র‌্যাব ক্যাম্প থেকে ফেনী মডেল থানায় নিয়ে আসা হয়। ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মোর্শেদ মামলাটি তদন্তের জন্য ইন্সপেক্টর (তদন্ত) শাহিনুজ্জামানকে দায়িত্ব দিয়েছেন।
×