ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইপিলিয়ন গ্রুপের সঙ্গে বাফুফের চুক্তি

প্রকাশিত: ০৬:২৭, ৮ জুন ২০১৫

ইপিলিয়ন গ্রুপের সঙ্গে বাফুফের চুক্তি

স্পোর্টস রিপোর্টার ॥ প্রাথমিক পর্যায় থেকে ফুটবলার তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবার সে কাজের সঙ্গে যুক্ত হলো ইপিলিয়ন গ্রুপ। প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে অনুর্ধ ১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজনে পৃষ্ঠপোষকতা করবে। চলতি মাসের ২৫ জুন শুরু হতে পারে সেইলর বিএফএফ জাতীয় অনুর্ধ ১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপ। এ আসরের চূড়ান্ত খেলা হবে ঢাকায়। টুর্নামেন্ট থেকে বাছাইয়ের মাধ্যমে আগামী আগস্টে সাফ অনুর্ধ ১৬ চ্যাম্পিয়নশিপ ও সেপ্টেম্বরে এএফসি অনুর্ধ ১৬ চ্যাম্পিয়নশিপের দল বাছাই করা হবে। ইপিলিয়ন গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষরে রবিবার এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সহসভাপতি বাদল রায় এবং ইপিলিয়নের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজউদ্দিন আল মামুন। এ সময় সালাউদ্দিন ইপিলিয়ন গ্রুপকে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। সেইলর বিএফএফ জাতীয় অনুর্ধ ১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপ দীর্ঘ চার বছর পর আবারও উপজেলা পর্যায় থেকে বাছাইয়ের মাধ্যমে দল গঠনের কার্যক্রম শুরু হবে। ৬৪ জেলার এ দলগুলোই পরে জেলা পর্যায়ে খেলে পরবর্তীতে ৮ অঞ্চলে বিভক্ত হবে। আটটি জোন থেকে একটি করে দল জাতীয় পর্যায়ে খেলবে। চূড়ান্ত পর্বের খেলা ঢাকায় সেখান থেকে বাছাই করে ফুটবলারদের নিয়ে আগস্টে সাফ অনুর্ধ ১৬ চ্যাম্পিয়নশিপ ও সেপ্টেম্বরে এএফসি অনুর্ধ ১৬ চ্যাম্পিয়নশিপের দল বাছাই করা হবে। টুর্নামেন্টের জন্য ব্যয় ধরা হয়েছে ৭৫ লাখ টাকা। পুরোটাই বহন করবে ইপিলিয়ন গ্রুপ। ২০১১ সালের পর এবারই প্রথম এ প্রতিযোগিতা হতে যাচ্ছে। সব ঠিকঠাক থাকলে আগামী ৩ বছর এ প্রতিযোগিতাটি চলবে বলে আশা করছে আয়োজক ও পৃষ্ঠপোষকরা। রবিবার ইপিলিয়নের সঙ্গে চুক্তির পর বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে সভাপতি সালাউদ্দিন বলেন, ‘আমরা প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে যাচ্ছি। গত কয়েক বছরে ফুটবলের অনেক উন্নতি হয়েছে। আশা করছি সিলেট ফুটবল একাডেমির মাধ্যমে দ্রুতই ফুটবলের উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করবে। আমাদের তিন-চার দশকের স্বপ্ন ছিল একাডেমি করার। সেটি হয়েছে। আশা করছি আগামী কয়েক বছরেই একটা সুফল পাওয়া যাবে। আমার স্বপ্ন আগামী ৫ বছরের মধ্যে ১০০ বাংলাদেশী ফুটবলার ইউরোপের বিভিন্ন প্রতিযোগিতায় খেলবে। সিলেটের ফুটবল একাডেমিতে খুব দ্রুতই দু’জন বিদেশী কোচ নিয়োগ দেয়া হবে।’ ইপিলিয়ন গ্রুপও বাফুফের সহযোগিতায় আগামী ৩ বছরের জন্য ‘অনুর্ধ-১৫ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০১৫’ এর পৃষ্ঠপোষকতা এবং ভবিষ্যতে দেশের ফুটবলের উন্নয়নে পাশে থাকার আশ্বাস প্রদান করেছে। এ অনুষ্ঠানে এছাড়াও বাফুফের পক্ষে উপস্থিত ছিলেন সদস্য শেখ মুহম্মদ মারুফ হাসান, মোঃ ফজলুর রহমান বাবুল, সত্যজিৎ দাশ রূপু, আজমল আহমেদ তপন ও সাধারণ সম্পাদক মোঃ আবু নাইম সোহাগ এবং ইপিলিয়ন গ্রুপের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক জুনায়েদ আবু সালেহ্ মুসা, চীফ ফিনান্সিয়াল অফিসার আরশাদ আলী চৌধুরী ও সহকারী জেনারেল ম্যানেজার (এ্যাডমিন, সিএসআর এবং বিজনেস ডেভেলপমেন্ট) মোঃ রেজাউল কবির।
×