ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৪:২১, ৯ জুন ২০১৫

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ৩০. প্রেষণার মূল ভিত্তি কী? ক) হতাশা খ) কার্যক্ষমতা গ) চাহিদা ঘ) দারিদ্র‌্য ৩১.সংগঠনের মধ্যকার কর্মীদের পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে - ক) সংগঠন কাঠামো খ) সংগঠন চার্ট গ) কমিটি ঘ) পর্ষদ ৩২. সেনাবাহিনীতে কোন শ্রেণির সংগঠন কাঠামো বিদ্যমান? ক) বিশেষজ্ঞ খ) কার্যভিত্তিক গ) সরলরৈখিক ঘ) কমিটি ৩৩.ব্যবস্থাপনাপর কোন পর্যায়ে নেতৃত্ব একটি গুরুত্বপূর্ণ কাজ? ক) কর্মীসংস্থান পর্যায়ে খ) কর্মীসংস্থান পরবর্তী পর্যায়ে গ) কর্মীসংস্থান পূর্ববর্তী পর্যায়ে ঘ) পরিকল্পনা পর্যায়ে ৩৪.স্বল্পমেয়াদি পরিকল্পনা সর্বোচ্চ কত বছরের জন্য প্রণীত হয়? ক) এক খ) দুই গ) তিন ঘ) চার ৩৫.ইশতিয়াক আহমেদ তার প্রতিষ্ঠানের ক্রমাগত ধারাবাহিক কার্যাবলি সম্পাদনের লক্ষ্যে একটি পরিকল্পনা শেষ হবার পূর্বেই অন্য একটি পরিকল্পনা প্রণয়ন করেন। তিনি এখানে কোনটি অনুষরণ করেছেন? ক) সমতা রক্ষা খ) নমনীয়তা গ) গ্রহণযোগ্যতা ঘ) নিরবচ্ছিন্নতা ৩৬.মাজিদ তার প্রতিষ্ঠানের সকল কাজের বিবরণ লিখিতভাবে প্রতিষ্ঠানের মালিকের নিকট জমা দিল। মাজিদের গ্রহণকৃত পদক্ষেপটি ব্যবস্থাপনার কোন ধরনের কাজের অন্তর্গত? ক) উদ্ভাবন খ) প্রতিবেদন প্রণয়ন গ) পূর্বানুমান ঘ) যোগাযোগ ব্যবস্থা ৩৭. প্রশিক্ষণ পদ্ধতি - র. কোচিং রর. বক্তৃতা ররর. সহযোগিতা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৮."চষধহহরহম রং ধ ঃৎধঢ় ড়ভ পধঢ়ঃঁৎব ঃযব ভঁঃঁৎব" কার উক্তি? ক) কড়ড়হঃু খ) অষষবহ গ) ইড়াব ঘ) এৎধভভরহ ৩৯.কর্মীদের দক্ষতা ও উদ্যম বৃদ্ধির প্রক্রিয়াকে নিচের কোনটি বলা হয়? ক) কর্মীসংস্থান খ) কর্মী প্রশিক্ষণ গ) কর্মী চালনা ঘ) কর্মী বৃদ্ধি ৪০.সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন যে দিকগুলোর সমন্বিত রূপ তা হলো- র. সরলরৈখিক কর্মী রর. বিশেষজ্ঞ কর্মী ররর. উপদেষ্টা কর্মী নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪১.অভাববোধ থেকেই মানুষের মধ্যে সৃষ্টি হয় - র. তাড়না রর. প্রেষণা ররর. অভিপ্রায় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪২.মার্জিয়া মম একটি ভালো চাকরিতে যোগদান করলো। যেখানে বেতন ও সুযোগ-সুবিধা ভালো কিন্তু চাকরি স্থায়ী হয় নাই। মার্জিয়া মম মাসলোর চাহিদা সোপান তত্ত্বের কোন পর্যায়ে রয়েছে? ক) জৈবিক চাহিদা খ) নিরাপত্তার চাহিদা গ) সামাজিক চাহিদা ঘ) আত্মমর্যাদার চাহিদা ৪৩.নিচের কোনটি মৌখিক ও লিখিত যোগাযোগের মাধ্যম? ক) চিঠি খ) পত্রিকা গ) কথোপকথন ঘ) মোবাইল ৪৪.কারা প্রতিষ্ঠানের সমন্বয়সাধন করেন? ক) মধ্যস্থ নির্বাহী খ) ঊর্ধ্বতন নির্বাহী গ) সুপারভাইজার ঘ) নিম্নস্তরের নির্বাহী ৪৫.কাদেরকে শারীরিক ও মানসিক উভয় প্রকার শ্রম দিতে হয়? ক) প্রশাসক খ) ব্যবস্থাপক গ) কর্মী নির্বাহী ঘ) সংগঠক ৪৬.কোনটি কর্মীদেরকে অধিক দায়িত্বপূর্ণ কাজে অংশগ্রহণের সাহস যোগায়? ক) ক্ষমতা ও অধিকার খ) মত প্রকাশের সুযোগ গ) চাকরির নিরাপত্তা ঘ) প্রশিক্ষণের সুযোগ ৪৭.তুর্জ একজন নির্বাহী। তিনি মনোযোগসহ নির্বাহীর দায়িত্ব পালন করলে- র. দক্ষতা বৃদ্ধি পায় রর. সুনাম বৃদ্ধি পায় ররর. মুনাফা বৃদ্ধি পায় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৮.ঈযধরহ ড়ভ পড়সসধহফ অনুসরণ করে কোনটি? ক) আনুষ্ঠানিক সংগঠন খ) অনানুষ্ঠানিক সংগঠন গ) কমিটি ঘ) বন্ধুসুলভ সংগঠন
×