ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাতক্ষীরায় ১০ কোটি টাকার পণ্য ৪০ লাখে বিক্রির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৪:৩১, ৯ জুন ২০১৫

সাতক্ষীরায় ১০ কোটি টাকার পণ্য ৪০ লাখে বিক্রির প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার. সাতক্ষীরা ॥ সাতক্ষীরা শুল্ক গুদামে রক্ষিত ১০ কোটি টাকা মূল্যের মালামাল মাত্র ৩৯ লাখ ৯৩ হাজার টাকায় বিক্রির প্রতিবাদে এবং দোষী কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে জেলা ন্যাপের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি সাতক্ষীরা শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আবুল কাসেম ও স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট যোগসাজশ করে বিজিবি নির্ধারিত ১৯টি লটের ১০ কোটি টাকা মূল্যোর বিভিন্ন ধরনের পণ্য নামমাত্র মূল্যে বিক্রি করেছে। ফলে সরকার বঞ্চিত হয়েছে বিপুল পরিমাণ রাজস্ব থেকে। বক্তাদের অভিযোগ, বিষয়টি এনবিআরের চেয়ারম্যান ও সংশ্লিষ্টদের জানানো হলেও তারা সহকারী কমিশনার আবুল কাশেমের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেননি। সাতক্ষীরা জেলা ন্যাপের সভাপতি এ্যাডভোকেট আব্দুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ন্যাপের সাধারণ সম্পাদক কাজী সাইদুর রহমান, জাসদ সহ-সভাপতি সরদার কাজেম আলী,বাস্তুহারা লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ প্রমুখ।
×