ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উৎসে কর আরোপ প্লাস্টিক শিল্পের জন্য টেকসই হবে না

প্রকাশিত: ০৬:০৫, ৯ জুন ২০১৫

উৎসে কর আরোপ প্লাস্টিক শিল্পের  জন্য টেকসই হবে না

অর্থনৈতিক রিপোর্টার ॥ রফতানি পণ্যের মূল্যের ওপর শতকরা ১ ভাগ হারে উৎসে কর আরোপ করলে রফতানিকারকরা বিদেশী পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। তাই রফতানি মূল্য নয়, লাভের ওপর কর আরোপ হতে পারে বলে মনে করেন বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিপিজিএমইএ) সভাপতি মোঃ জসিম উদ্দিন। সোমবার রাজধানীর পুরানা পল্টন লাইনের পল্টন টাওয়ারের বিপিজিএমইএ কনফারেন্স রুমে এক সংবাদ তিনি এসব কথা বলেন। ২০১৫Ñ২০১৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিপিজিএমইএ সভাপতি মোঃ জসিম উদ্দিন। বিপিজিএমইএ সভাপতি বলেন, আমেরিকার বাজারে বাংলাদেশের প্লাস্টিক পণ্য এখন জিএসপি সুবিধা পায় না। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা ইউরোর দরপতনের পর সেখানকার মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে। এমন সময় উৎসে করারোপ প্লাস্টিক শিল্পের জন্য টেকসই হবে না। তাহলে ২০২১ সালের মধ্যে তাদের রফতানি লক্ষ্যমাত্রা ৭০ বিলিয়ন ডলার অর্জন করাও কঠিন হবে বলে জানান তিনি। আমদানি পণ্যের ওপর সম্পূরক শুল্ক কমানোর বিষয়ে জসিম উদ্দিন বলেন, এতে স্থানীয় শিল্প ক্ষতিগ্রস্ত হবে। স্থানীয় শিল্প বিকাশের স্বার্থে সম্পূরক শুল্ক সর্বোচ্চ পর্যায়ে নির্ধারণ করা উচিত ছিল। প্রস্তাবিত বাজেটে তা ৬০ শতাংশ থেকে কমিয়ে ৪৫ শতাংশ করা হয়েছে।
×