ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিএফএফইএর দাবি বিদ্যমান উৎসে কর বহাল রাখা

প্রকাশিত: ০৬:০৫, ৯ জুন ২০১৫

বিএফএফইএর দাবি বিদ্যমান উৎসে কর বহাল রাখা

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রস্তাবিত বাজেটে উৎসে কর ১ শতাংশ নির্ধারণের ফলে দেশের চিংড়ি উৎপাদন ও রফতানিতে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে বলে দাবি করেছে বাংলাদেশ ফ্রোজেন ফুড্স এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন (বিএফএফইএ)। শতভাগ কৃষিভিত্তিক রফতানিখাত হওয়ায় এই শিল্পখাতের উন্নয়নের স্বার্থে প্রস্তাবিত বাজেটে বিদ্যমান শূন্য দশমিক ৬০ শতাংশ বহাল রাখার অনুরোধ করে সংগঠনটি। রবিবার বিএফএফইএর প্রেসিডেন্ট এসএম আমজাদ হোসেন এক বিবৃতিতে এসব দাবি করা হয়। তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা বাজারে ডলারের বিপরীতে ইউরো ও রুবলের অবমূল্যায়ন এবং চিংড়ি উৎপাদনকারী বিভিন্ন দেশ কম দামে বেনামী চিংড়ি বাজারজাত করায় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চিংড়ির রফতানি মূল্য ৫০ ভাগ হ্রাস পেয়েছে। এতে রফতানিকারকগণ মারাত্মক আর্থিক লোকসানে পড়েছে। এই সংকট উত্তরণে সরকারের কাছে নগদ সহায়তা বৃদ্ধির করারও অনুরোধ করেন।
×