ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাজেট সাহসী ও চ্যালেঞ্জিং ॥ আইবিএফবি

প্রকাশিত: ০৬:০৮, ৯ জুন ২০১৫

বাজেট সাহসী ও চ্যালেঞ্জিং ॥ আইবিএফবি

আগামী ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে সাহসী, আশাব্যঞ্জক ও চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘জাতীয় বাজেট ২০১৫-১৬ এর ওপর আইবিএফবির প্রতিক্রিয়া’ শীর্ষক এক আলোচনায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ মন্তব্য করা হয়। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট হাফিজুর রহমান খান বলেন, ২০১৫-১৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট নিঃসন্দেহে একটি অত্যন্ত সাহসী, আশাব্যঞ্জক ও চ্যালেঞ্জিং বাজেট। তিনি বলেন, আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ রূপান্তরিত করার যে স্বপ্ন বর্তমান সরকার লালন করছে তা বাস্তবায়নের জন্য এ ধরনের একটি সময়োপযোগী বাজেটের কোন বিকল্প নেই। আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট (ফাইনান্স) হুমায়ুন রশিদ প্রমুখ। -অর্থনৈতিক রিপোর্টার
×