ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাজীপুরে ডিসি বাংলোয় ছাদ ধসে শ্রমিক নিহত

প্রকাশিত: ০৪:০৬, ১০ জুন ২০১৫

গাজীপুরে ডিসি বাংলোয় ছাদ  ধসে শ্রমিক  নিহত

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৯ জুন ॥ জেলা প্রশাসকের বাসভবনের পরিত্যক্ত গার্ডরুম অপসারণের সময় ছাদের নীচে চাপা পড়ে মঙ্গলবার এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। আনুমানিক ৪০ বছর বয়সের ওই শ্রমিকের পরিচয় পাওয়া যায়নি। গাজীপুর গণপূর্ত উপবিভাগ-১ এর উপবিভাগীয় প্রকৌশলী স্বপন চাকমা জানান, গত কয়েকদিন ধরে গাজীপুর শহরস্থিত জেলা প্রশাসকের সরকারী বাস ভবনের (ডিসি’র বাংলো) সীমানা প্রাচীর পুনঃনির্মাণ ও অভ্যন্তরে বাসভবনের পেছনে পরিত্যক্ত একটি সিকিউরিটি গার্ডরুম (সেন্ট্রি পোস্ট) অপসারণের কাজ করছিল গাজীপুর গণপূর্ত বিভাগ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কয়েকজন নির্মাণ শ্রমিক ওই গার্ডরুমের ছাদটি অপসারণ করার জন্য ভাঙ্গার কাজ শুরু করে। এ সময় উপর থেকে বিচ্ছিন্ন হয়ে ছাদটি একপাশে নীচে পড়ে যায়। এতে ওই ছাদের নীচে চাপা পড়ে এক নির্মাণ শ্রমিক।
×