ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাতিরপুল বাজার পরিদর্শন করলেন সাঈদ খোকন

প্রকাশিত: ০৫:০৩, ১০ জুন ২০১৫

হাতিরপুল বাজার পরিদর্শন করলেন সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সংস্থার পক্ষ থেকে নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার সকালে নগরীর হাতিরপুল কাঁচাবাজার সরেজমিন পরিদর্শন করেন। তিনি প্রতিটি দোকানের সামনে টাঙিয়ে দেয়া মূল্য তালিকা অনুযায়ী দোকানিরা পণ্য বিক্রি করছেন কিনা সে বিষয়ে জানতে মার্কেটে আগত ক্রেতাদের সঙ্গে কথা বলেন। ক্রেতারা মূল্য তালিকা মেনে পণ্য ক্রয় করতে পারছেন বলে মেয়রকে অবহিত করেন। মেয়র মাছ বাজার, মুদি দোকানীসহ সকল ব্যবসায়ীকে রমজান মাসে রোজাদারসহ সাধারণ মানুষ যেন কষ্ট না পায় সেজন্য দ্রব্যমূল্য না বাড়ানোর জন্য দোকানিদের প্রতি আহবান জানান। পরে তিনি কাঁটাবন ফুল ও পাখির মার্কেট পরিদর্শন করেন। এ সময় তিনি ফুল ও পাখি বিক্রেতাদের দ্বারা চলাচলের ফুটপাথ আর্বজনা ও খাঁচা রেখে বন্ধ করে দেয়ায় সেগুলো তাৎক্ষণিকভাবে অপসারণের জন্য দোকানিদের নির্দেশ দেন। মেয়র আজ বুধবারের মধ্যে এসব ময়লা-আর্বজনা অপসারণসহ পানি চলাচলে ড্রেন উন্মুক্ত করে দেয়ার জন্য সংশ্লিষ্ট দোকানিদের নির্দেশ দেন। অন্যথায় দোকান বন্ধ করে দেয়া হবে বলে জানালে দোকানিরা মেয়রের নির্দেশ মেনে ফুটপাথ, ড্রেন পরিচ্ছন্ন রাখা, বন্ধ ড্রেন পানি চলাচলের জন্য উন্মুক্ত করে দেবেন বলে অঙ্গীকার করেন। মেয়রের সঙ্গে এ সময় মার্কেটের নেতৃবৃন্দ, সংস্থার রাজস্ব বিভাগসহ অন্য বিভাগের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। - বিজ্ঞপ্তি
×