ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফিফা মহিলা বিশ্বকাপ জয়ে শুরু চ্যাম্পিয়ন জাপানের

প্রকাশিত: ০৫:০৭, ১০ জুন ২০১৫

ফিফা মহিলা বিশ্বকাপ  জয়ে শুরু চ্যাম্পিয়ন জাপানের

স্পোর্টস রিপোর্টার ॥ ঘাম ঝরানো জয়ে ফিফা মহিলা বিশ্বকাপে মিশন শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন জাপান। কানাডায় চলমান আসরে সোমবার ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জাপান ১-০ গোলে পরাজিত করে সুইজারল্যান্ডকে। পেনাল্টি থেকে বিজয়ী দলের হয়ে জয়সূচক গোল করেন অধিনায়ক আয়া মিয়ামা। একই গ্রুপের আরেক ম্যাচে বিশাল জয় পেয়েছে ক্যামেরুন। ক্যামেরুনের মেয়েরা ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারায় ইকুয়েডরের মেয়েদের। ‘ডি’ গ্রুপের ম্যাচে শুভসূচনা করেছেন আসরের ইতিহাসের সবচেয়ে সফল দল যুক্তরাষ্ট্র। মার্কিন মেয়েরা ৩-১ গোলে হারায় অস্ট্রেলিয়াকে। সুইডেন ও নাইজিরিয়ার মধ্যে মধ্যকার গ্রুপের অপর ম্যাচটি ড্র হয় ৩-৩ গোলে। সুইজারল্যান্ডের বিরুদ্ধে আধিপত্য বিস্তার করে খেললেও অনেকটা ভাগ্যের সহায়তায় জয় পেয়েছে জাপান। ম্যাচের ২৯ মিনিটে পেনাল্টি পায় বর্তমান চ্যাম্পিয়নরা। আর তাতেই স্পট কিক থেকে গোল করেন জাপানী অধিনায়ক মিয়ামা। শেষ পর্যন্ত এই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে এশিয়ার দেশটি। ম্যাচ শেষে আনা মিয়ামা বলেন, আমাদের লক্ষ্য শিরোপা ধরে রাখা। এ লক্ষ্যে আমাদের শুরুটা জয় দিয়ে হলেও আমরা প্রত্যাশিত পারফর্মেন্স প্রদর্শন করতে পারিনি। আশা করছি পরের ম্যাচ থেকে আমরা স্বরূপে ফিরতে পারব। প্রত্যাশা মতো খেলতে না পারলেও দারুণ কীর্তি গড়েছেন মিয়ামা। ক্যারিয়ারের ১৫০তম ম্যাচ খেলেন জাপানী অধিনায়ক। মাইলফলক স্পর্শের ম্যাচে গোলও করেন।
×