ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংশোধিত এডিপির ৬৭ শতাংশ বাস্তবায়ন

প্রকাশিত: ০৫:২২, ১০ জুন ২০১৫

সংশোধিত এডিপির  ৬৭ শতাংশ  বাস্তবায়ন

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি অর্থ বছরের ১১ মাসে (জুলাই-মে) সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচী (আরএডিপি) বাস্তবায়িত হয়েছে ৬৭ শতাংশ, যা গত অর্থ বছরের একই সময়ে ছিল ৬৬ শতাংশ। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরীবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হিসাব থেকে মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এসব তথ্য প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি জানান, চলতি অর্থবছরের ১১ মাসে মোট ব্যয় হয়েছে ৫১ হাজার ৯৯৭ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৩২ হাজার ৮৭২ কোটি, বৈদেশিক সহায়তা থেকে ১৭ হাজার ৫৯ কোটি টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ২ হাজার ৬৬ কোটি টাকা ব্যয় করা হয়েছে। অন্যদিকে গত অর্থবছরের একই সময়ে মোট ব্যয় হয়েছিল ৪২ হাজার ১৬২ কোটি টাকা। পরিকল্পনামন্ত্রী বলেন, আগামী অর্থবছর থেকে এডিপি বাস্তবায়নে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। যাতে সর্বোচ্চ এডিপি বাস্তবায়ন হয়। তিনি জানান, অর্থবছরের প্রথম তিন মাস প্রকল্পের কাজ বাস্তবায়ন করা যায় না।এটি বাস্তবতা ও যুক্তিসঙ্গত। পরবর্তীতে ওই তিন মাসের কাজ মেকাপ করতে গিয়ে অর্থবছরের শেষ দিকে বাস্তবায়ন বেশি মনে হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সূত্র জানায়, সর্বোচ্চ অর্থ ব্যয়কারী দশ মন্ত্রণালয় ও বিভাগ হচ্ছে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ৯৭ শতাংশ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ ৮৫ শতাংশ, বাণিজ্য মন্ত্রণালয় ৮৪ শতাংশ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ৮৩ শতাংশ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ৮১ শতাংশ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ৮০ শতাংশ, স্থানীয় সরকার বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয় ও কৃষি মন্ত্রণালয় ৭৮ শতাংশ এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ৭৭ শতাংশ এডিপি বাস্তবায়ন করেছে। অন্যদিকে সবচেয়ে কম বাস্তবায়নকারী মন্ত্রণালয় ও বিভাগগুলো হচ্ছে, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ১৪ শতাংশ, পররাষ্ট্র মন্ত্রণালয় ১৯ শতাংশ, জনপ্রশাসন মন্ত্রণালয় ৩৪ শতাংশ, শিল্প মন্ত্রণালয় ৩৯ শতাংশ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ৪১ শতাংশ, সেতু বিভাগ ৪৪ শতাংশ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ৪৬ শতাংশ, ভূমি মন্ত্রণালয় ৪৬ শতাংশ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ ৪৭ শতাংশ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ৪৯ শতাংশ।
×