ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাডারের বিকল্প

প্রকাশিত: ০৬:০৯, ১১ জুন ২০১৫

রাডারের বিকল্প

টিভি সিগন্যালকেই রাডারের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে। গবেষকরা আকাশপথ নিয়ন্ত্রণ ও তদারকি করার জন্য অনেক দিন ধরেই রাডারের বিকল্প খোঁজার চেষ্টা করছিলেন। অবশেষে তাঁরা খুঁজে পেলেন টিভি সিগন্যাল। অনেক সস্তা এক বিকল্প। গবেষণাটি করেছে নেটস নামক একটি সংস্থা। টিভি সিগন্যালে বিশেষ এক রিসিভার ব্যবহার করলে তিন কিলোমিটার উঁচুতে উড্ডয়ন করা প্লেন ট্রেক করা সম্ভব। প্রাথমিক গবেষণায় তাঁরা বলছেন, টিভি সিগন্যালকে রাডারের মতোই ব্যবহার করা যাবে। তবে এর ওপর আরও অনেক কাজ করতে হবে। এছাড়া সেবার মান এবং ব্রডকাস্টারদের সঙ্গে সমঝোতাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। নেটসের প্রকৌশলী নিক ইয়াং বলেন, ‘এটা খুবই উত্তেজনাকর তবে এখনও এর অনেক উন্নয়ন করতে হবে এবং এই উন্নয়ন করতে আগামী পাঁচ বছর আরও অনেক কাজ করতে হবে এর ওপর।’ প্রাথমিক পরীক্ষা করা হয়েছে লন্ডনের ক্রিস্টাল প্যালেসের এক ট্রান্সমিটারের সাহায্যে। তিনটি বিশেষ রিসিভার এতে ব্যবহার করা হয়। এতে রেডিও ওয়েব ব্যবহার করা হয় এবং সফলভাবেই এর মাধ্যেমে প্লেনকে ট্রেক করা যায়। রাডার অনেক ব্যয়বহুল এবং ব্যবহার জটিল। এই প্রযুক্তিটির উন্নয়ন ঘটানো হলে আকাশযান নিয়ন্ত্রণ খরচ অনেক কমানো সম্ভব হবে। সূত্র : ইন্টারনেট
×