ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে হামলা

প্রকাশিত: ০৭:৩০, ১১ জুন ২০১৫

মাদারীপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে হামলা

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১০ জুন ॥ মাদারীপুরে নির্মাণ কাজকে কেন্দ্র করে জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে হামলা চালিয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। হামলায় ৮ নির্মাণ শ্রমিক আহত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ গ্রামের ওয়াজেদ ব্যাপারীর ছেলে ইকতিয়ায় ব্যাপারী (৪৫), একই এলাকার রহমত আলী হাওলাদারের ছেলে জাহিদ হাওলাদার (২৫), মহিষেরচর এলাকার হাইউদ্দিন ফকিরের ছেলে করিম ফকির (৩৫), খাতিয়াল এলাকার ইদ্রিস মাতুব্বরের ছেলে রাসেল মাতুব্বর (২২), রাজৈর উপজেলার বাঁশকান্দি এলাকার আবুল কালাম আজাদের ছেলে মোঃ সম্রাট (২০) ও বরিশাল মোড়লগঞ্জের শামীম মুন্সীর ছেলে সাগর মুন্সী (২৪)। বাকিদের নাম পাওয়া যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে শহরের দরগাশরীফ এলাকায় একটি রাস্তার নির্মাণ কাজ করছিলেন কয়েক শ্রমিক। এ সময় তাদের সঙ্গে স্থানীয় নাসির জমাদ্দারের পরিবারের লোকজনের কথা কাটাকাটি হয়। পরে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে মাদারীপুর পৌরসভার পাশে অবস্থিত জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিস হামলা চালিয়ে ভাংচুর করে দুর্বৃত্তরা। এ সময় ৮ শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে জাহিদ হাওলদার (২৫) নামের একজনকে আশঙ্কাজনক অবস্থার তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
×