ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফের আরপিও সংশোধনের উদ্যোগ ইসির

প্রকাশিত: ০৭:৫৬, ১১ জুন ২০১৫

ফের আরপিও সংশোধনের  উদ্যোগ ইসির

স্টাফ রিপোর্টার ॥ সাধারণ নির্বাচন পরিচালনার মূল আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের জন্য নির্বাচন কর্মকর্তাদের মতামত চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি মাসের মধ্যেই ইসির পাঁচ শতাধিক কর্মকর্তাকে এ বিষয়ে তাদের প্রস্তাব দিতে বলা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দেশের নির্বাচনী আইনে সংশোধনের বিষয়ে মাঠ কর্মকর্তাদের মতামত নিতে যাচ্ছে ইসি। ইসি সচিবালয় ও মাঠ কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সাধারণ নির্বাচন পরিচালনার মূল আইন রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ (আরপিও) বিভিন্ন সময়ে সংযোজন ও বিয়োজনের পর বর্তমানে ৯৫টি অনুচ্ছেদ রয়েছে। আইনটি যুগোপযোগী করার জন্য বাস্তবতার নিরিখে কোন অনুচ্ছেদ সংশোধন, সংযোজন, বিয়োজন করা প্রয়োজন কিনা-যাচাই করে মতামত দেয়ার জন্য আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তাকে অনুরোধ করা হলো। এ পর্যন্ত ১১ বার আইনটি সংশোধন করা হয়েছে। ২০৯টি বিষয়ে সংযোজন-বিয়োজন হয়েছে। সর্বশেষ ২০১৩ সালের ২৮ অক্টোবর গণপ্রতিনিধিত্ব আদেশ (অধ্যাদেশ) (সংশোধন) আইন ২০১৩ বিল পাস হয়েছিল। এতে ব্যয় সীমা ২৫ লাখ করা ও মানবতাবিরোধী অপরাধে দ-িতদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করাসহ কিছু সংশোধন এসেছিল। আরপিও সংশোধনে বিভিন্ন মহলের অনেক প্রস্তাব থাকতে পারে। সেক্ষেত্রে রাজনৈতিক দল ও নির্বাচন সংশ্লিষ্টদের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ আসতে পারে।
×