ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

উচ্চ মাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৮:০৬, ১১ জুন ২০১৫

উচ্চ মাধ্যমিক শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ১৯. কেথ ডেভিস ব্যবস্থাপনার কয়টি কাজের উল্লেখ করেছেন? ক) ৫টি খ) ৪টি গ) ৩টি ঘ) ৬টি ২০. শারীরিক শ্রম সবচেয়ে বেশি করে - র. উচ্চ ব্যবস্থাপনা স্তর রর. মধ্যম ব্যবস্থাপনা স্তর ররর. নিম্ন ব্যবস্থাাপনা স্তর নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর ২১. টেলরের গবেষণা ও কর্ম পদ্ধতির উন্নয়নের উপাদান কোনটি? ক) বৈজ্ঞানিক নিরীক্ষা খ) কর্মী নির্বাচন গ) প্রশিক্ষণ ঘ) গতি নিরীক্ষা ২২. জনাব সাব্বির নিউমার্কেটের সোনালী রেস্টুরেন্টের পরিচালক হিসেবে মাস শেষে আর্থিক কার্য সম্পাদনে সংখ্যাত্মক হিসাব দ্বারা নিয়ন্ত্রণ করেন। সাব্বিরের এ উপায়ে দ্বারা জানা যায়- র. প্রতিষ্ঠানের প্রাপ্তির সাথে নির্ধারিত কাজের তুলনা রর. কাঙ্খিত মুনাফা অর্জনের সমস্যাসমূহ ররর. মুনাফা প্রাপ্তির পরিমাণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৩. সমন্বয়সাধনের বৈশিষ্ট্য হলো - র. উদ্দেশ্যাভিমুখিতা রর. সর্বক্ষেত্রে প্রযোজ্যতা ররর. দলীয় প্রচেষ্টার সাথে সম্পৃক্ততা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৪. কাজের অগ্রগতি পরিমাণ করার হাতিয়ার কোনটি? ক) পরিকল্পনা খ) নিয়ন্ত্রণ গ) সমন্বয়সাধন ঘ) কর্মীসংস্থান ২৫. মৌখিক যোগাযোগের উত্তম মাধ্যম কোনটি? ক) আলাপ-আলোচনা খ) বুলেটিন গ) পোস্টারিং ঘ) দুরালাপনি ২৬. বাজেট এক প্রকার কৌশল - ক) পরিকল্পনা খ) সংগঠন গ) নির্দেশনা ঘ) নিয়ন্ত্রণ ২৭. স্বপ্রণোদিত সমন্বয়সাধন কত প্রকার? ক) ২ প্রকার খ) ৩ প্রকার গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার ২৮. ব্যবস্থাপককে কত ধরনের আন্তঃব্যক্তিক ভূমিকা পালন করতে হয়? ক) ৩ খ) ৪ গ) ৫ ঘ) ৬ ২৯. প্রেষণার মাধ্যমে কর্মীদের পূরণ করা হয়- র. আর্থিক চাহিদা রর. মানসিক চাহিদা ররর. ব্যক্তিক চাহিদা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩০. মাজিদ তার প্রতিষ্ঠানের সকল কাজের বিবরণ লিখিতভাবে প্রতিষ্ঠানের মালিকের নিকট জমা দিল। মাজিদের গ্রহণকৃত পদক্ষেপটি ব্যবস্থাপনার কোন ধরনের কাজের অন্তর্গত? ক) উদ্ভাবন খ) প্রতিবেদন প্রণয়ন গ) পূর্বানুমান ঘ) যোগাযোগ ব্যবস্থা ৩১. নেতৃত্ব সৃষ্টি করে - ক) সংঘবদ্ধতা খ) অসংঘবদ্ধতা গ) বিশৃঙ্খলা ঘ) সবকটি ৩২. মনস্তাত্ত্বিক পরীক্ষা কত প্রকার? ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ ৩৩. সৌরভ সরকার তার প্রতিষ্ঠানের ব্যয় কমাতে সতর্কভাবে সিদ্ধান্ত নেয়ার পরেও তা অকার্যকর হয়। এর কারণ হতে পারে- র. নিজস্ব ধ্যান-ধারণার ভিত্তিতে তথ্য সংগ্রহ রর. দূরদর্শিতা প্রদর্শন ররর. অনুমানের ভিত্তিতে বিচার-বিশ্লেষণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৪. ব্যবস্থাপনা সংগঠনের উদ্দেশ্য হলো -
×