ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে লেনদেনে ইউনাইটেড এয়ারওয়েজের আধিপত্য

প্রকাশিত: ০৪:৩০, ১২ জুন ২০১৫

পুঁজিবাজারে লেনদেনে ইউনাইটেড এয়ারওয়েজের আধিপত্য

অর্থনৈতিক রিপোর্টার ॥ দীর্ঘদিন পরে পুুঁজিবাজারে আধিপত্য বিস্তারে ফিরে এসেছে অবকাশ ও ভ্রমণ খাতের কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজ। শুধু তাই নয়, দ্বিতীয় দিনের মতো সর্বোচ্চ লেনদেন হয়েছে কোম্পানিটির। বৃহস্পতিবারে ইউনাইটেড এয়ারওয়েজ নামের কোম্পানিটি ৪০ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে উঠে এসেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, ইউনাইটেড এয়ারওয়েজের শেয়ার দরও বেড়েছে। শেয়ারটির দর বেড়েছে ৮০ পয়সা বা ৭ দশমিক ৪১ শতাংশ। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১১ টাকা ৬০ পয়সা দরে। কোম্পানির ৩ কোটি ৫৩ লাখ ৮৮ হাজার ৫২৬টি শেয়ার লেনদেন। একইভাবে লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা গ্রামীণফোন ৩১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এদিন কোম্পানির ৯ লাখ ৩৭ হাজার ৫৩৯টি শেয়ার লেনদেন হয়েছে। এদিন শেয়ারটির দর বেড়েছে ৯ টাকা ১০ পয়সা বা ২ দশমিক ৮১ শতাংশ। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৩৩৩ টাকা দরে। স্কয়ার ফার্মাসিটিক্যালস লেনদেনের তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটি ২১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকায় থাকা বেক্সিমকোর ২১ কোটি টাকা, কেপিসিএল ১৬ কোটি ৮৯ লাখ টাকা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১৪ কোটি ৩৮ লাখ টাকায়, লাফার্জ সুরমার ১৩ কোটি ৪৪ লাখ টাকা, সামিট পাওয়ারের ১১ কোটি ১৭ লাখ টাকা, ফ্যামিলি টেক্সের ১০ কোটি ৯৬ লাখ টাকা এবং ইউপিজিডিসিএলের ৯ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রূপালী লাইফের সভার তারিখ নির্ধারণ অর্থনৈতিক রিপোর্টার ॥ বীমা খাতের কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের লভ্যাংশ নির্ধারণী সভার দিন ঘোষণা করা হয়েছে। এই কোম্পানির বৈঠক আগামী ১৮ জুন বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বৈঠকে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে বৈঠকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ।
×