ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সামিট পোর্টের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

প্রকাশিত: ০৪:৩১, ১২ জুন ২০১৫

সামিট পোর্টের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

সেবা ও আবাসন খাতের কোম্পানি সামিট এ্যালায়েন্স পোর্টের প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা শেয়ার বেচার ঘোষণা দিয়েছে। সামিট ইন্ডাস্ট্রিয়াল এ্যান্ড মার্কেন্টাইল কর্পোরেশন (প্রাইভেট) লিমিটেড ৩ লাখ ৯৩ হাজার ৫৯১টি শেয়ার বেচবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, এই প্রাতিষ্ঠানিক উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ৪৯ লাখ ৮১ হাজার ৪২৪টি শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে কোম্পানিটি উল্লিখিত পরিমাণ শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে বেচতে পারবে। উল্লেখ্য, বৃহস্পতিবার সামিট এ্যালায়েন্সের শেয়ার ৫৭ টাকা ৬০ পয়সায় লেনদেন হচ্ছে। -অর্থনৈতিক রিপোর্টার রমজানে পুঁজিবাজারে তিন ঘণ্টার লেনদেন পবিত্র রমজান মাস উপলক্ষে পুঁজিবাজারে লেনদেনের সময় এক ঘণ্টা কমেছে। অর্থাৎ রমজান মাসে পুঁজিবাজারে ৪ ঘণ্টার পরিবর্তে ৩ ঘণ্টা লেনদেন হবে। ডিএসই এবং সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র জানায়, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত লেনদেন চলবে। রমজান মাস বাদে পুঁজিবাজারে লেনদেন চলত সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। রমজান মাস উপলক্ষে লেনদেনের এ সময় এক ঘণ্টা কমানো হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ও একই সময় পর্যন্ত অফিস চলবে। -অর্থনৈতিক রিপোর্টার
×