ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে অনুমতি ছাড়া অভিযান, ডিবির পাঁচ সদস্য সাসপেন্ড

প্রকাশিত: ০৬:৫৬, ১২ জুন ২০১৫

চট্টগ্রামে অনুমতি ছাড়া অভিযান, ডিবির পাঁচ সদস্য সাসপেন্ড

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ উর্ধতন কর্মকর্তার অনুমতি ও নির্ধারিত পোশাক ছাড়া অভিযান পরিচালনা করায় চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের এক এসআইসহ ৫ সদস্য। সিএমপি কমিশনার আবদুল জলিল ম-ল বৃহস্পতিবার বিকেলে এ আদেশ দেন। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার এসএম তানভীর আহমেদ সাংবাদিকদের জানান, এই ৫ সদস্য একটি অভিযান পরিচালনায় উর্ধতন কর্মকর্তার কোন অনুমতি নেননি এবং ডিবির জন্য নির্ধারিত পোশাকও পরেননি। সে কারণে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি জানান, চাকরিবিধি অনুযায়ী পরিদর্শন কিংবা এর নিচের পদমর্যাদার কোন কর্মকর্তা অভিযানে গেলে তাকে সর্বনি¤œ সহকারী কমিশনারের পদমর্যাদার কর্মকর্তার অনুমতি নিতে হয়। এক্ষেত্রে সেই নিয়মের ব্যত্যয় ঘটেছে। নগর পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা পুলিশের বরখাস্ত এই ৫ সদস্যের মধ্যে ৩ জন হলেন এসআই আমিরুল ইসলাম, এএসআই জহির উদ্দিন ও কনস্টেবল আবু তাহের। বাকি দু’জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
×