ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাচার হওয়া ১১ নারী ও শিশুকে ফেরত দিল ভারত

প্রকাশিত: ০৬:৫৭, ১২ জুন ২০১৫

পাচার হওয়া ১১ নারী ও শিশুকে ফেরত দিল ভারত

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ এক বছর আগে ভারতে পাচার হওয়া পাঁচ শিশু ও ছয় বাংলাদেশী নারীকে ফেরত দিল ভারত। বৃহস্পতিবার দুপুরে ভারতের পেট্রাপোল পুলিশ ইমিগ্রেশন ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের কাছে হস্তান্তর করেন। বেনাপোল চেকপোষ্ট পুলিশ ইমিগ্রেশন তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করেন। সেখান থেকে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি যশোর তাদের গ্রহণ করে সমিতির নিজস্ব হোম ‘প্রশান্তিতে’ রাখবে। মহিলা আইনজীবী সমিতির কাউন্সিলর নুরুন্নাহার বলেন, ফেরত আসা প্রত্যেক পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের স্বজনদের হাতে তুলে দেয়া হবে। ফেরত আসা পাঁচ শিশু ও ছয় নারী হচ্ছে, পারুল বিবি (২১), রহিমা খাতুন (২০), তহমিনা খাতুন (২৩), মর্জিনা বিবি (২২), বিউটি শেখ (২১), রাহিমা শেখ (২৪), শাহিন (১৪), মোজাহিদ (৫), আরিফুল (৬), ইমামুল হোসেন (৭) ও রায়হান মোড়ল (৭)। ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম খান জানান, এক বছর আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে ওই এগারোজন ভারতে যায়। এরপর তারা কলকাতায় হাওড়া রেলস্ট্রেশন এলাকায় পুলিশের হাতে আটক হয়। সেখান থেকে কলকাতার লিলুয়া নামের একটি এনজিও সংস্থা এদের উদ্ধার করে নিজেদের তত্ত্বাবধানে রাখে। পরে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগোযোগের মাধ্যমে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত আনার ব্যবস্থা হয়। এদের বাড়ি চাঁদপুর, যশোর ও মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত ওসি অপূর্ব হাসান পাঁচ শিশু ও ছয় নারী ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
×