ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খেলোয়াড়দের প্রশিক্ষণ দেয়াই আমার কাজ ॥ দ্রাবিড়

প্রকাশিত: ০৪:৩২, ১৩ জুন ২০১৫

খেলোয়াড়দের প্রশিক্ষণ দেয়াই আমার কাজ ॥ দ্রাবিড়

স্পোর্টস রিপোর্টার ॥ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত সপ্তাহেই রাহুল দ্রাবিড়কে ভারতের অনুর্ধ ১৯ ক্রিকেট দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। শনিবার ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই অনুর্ধ ১৯ দলের কোচের দায়িত্ব নিতে রাহুলকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব জানায়। আর তাতে দ্রাবিড় সম্মত হয়েছেন বলেই নিশ্চিত করে বোর্ড কর্মকর্তারা। আর কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পরই নিজের সেরাটা ঢেলে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন রাহুল দ্রাবিড়। এ বিষয়ে তিনি বলেন, ‘কি ধরনের খেলোয়াড় বাছাই করা হবে সে বিষয়ে নির্বাচকবৃন্দ এবং টিম ব্যবস্থাপকদের সাধারণ একটা উদ্দেশ্য রয়েছে। ভারতের ‘এ’ দলে কখনও কখনও খুব তরুণ খেলোয়াড়দের বাছাই করা হয়। কখনও কখনও এমনভাবে ‘এ’ দল গঠন করা হয় যেন তারা খুব দ্রুতই আবার জাতীয় দলে ঢুকতে পারে। এছাড়া কখনও ‘এ’ দল গঠন করা হয় ভবিষ্যতের কথা মাথায় রেখে। তাই আমি মনে করি এই কাজ করাটা খুবই কঠিন। প্রকৃতপক্ষে কী ধরনের ক্রিকেটারদের বাছাই করা উচিত এর যথেষ্ট সীমাবদ্ধতা রয়েছে। তবে আমার কাজ হলো খেলোয়াড়দের প্রশিক্ষণ করানো। আর আমি তাদের পরবর্তী ধাপে উঠানোর জন্য সার্বিকভাবে সহায়তা করব।’ সম্প্রতি ইডেন গার্ডেনে বৈঠক করেন বিসিসিআইয়ের নবনিযুক্ত উপদেষ্টা পরিষদের সদস্য ও ভারতের কিংবদন্তি ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লক্ষণ। বৈঠকে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়াও ছিলেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে অনুরাগ ঠাকুর রাহুল দ্রাবিড়কে কোচ হিসেবে নিয়োগের সিদ্ধান্ত জানান। এর আগে ভারতীয় ক্রিকেটের উন্নয়নে শচীন, সৌরভ ও লক্ষণকে নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এই তিন সাবেক ক্রিকেটারের সমসাময়িক রাহুল দ্রাবিড়কে ওই কমিটিতে না রাখা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। সেক্রেটারি অনুরাগ তখন দৃঢ়ভাবেই জানিয়েছিলেন, সঠিক সময়ে উপযুক্ত দায়িত্ব সঁপে দেয়া হবে রাহুল দ্রাবিড়ের হাতে। আসলে সময়ই সেই উত্তর জানিয়ে দিয়েছে ক্রিকেটপ্রেমীদের।
×