ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যশোরে বিরাট রাজার বাড়ি রক্ষায় প্র‍ত্ন বিভাগের হস্তক্ষেপ কামনা

প্রকাশিত: ০৫:৪৫, ১৩ জুন ২০১৫

যশোরে বিরাট রাজার বাড়ি রক্ষায় প্র‍ত্ন বিভাগের হস্তক্ষেপ কামনা

সাজেদ রহমান, যশোর অফিস ॥ মনিরামপুর উপজেলার খেদাপাড়ায় ‘ধনপোতা’ ঢিবিটি হাজারো বছর আগের প্রতাপশালী বিরাট রাজার বাড়ির ধ্বংসাবশেষ আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মহাভারতের ‘বিরাট পর্ব’ এর পঞ্চপা-ের বনবাস থেকে যে বিরাট রাজার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন ওই কাহিনীর সঙ্গে এখানকার বিরাট রাজার অনেকাংশে মিল খুঁজে পাওয়া যায় বলে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের দাবি। তবে সত্য উদ্ঘাটনে সংশ্লিষ্ট প্রতœতত্ত্ব বিভাগ এবং ইতিহাস নিয়ে গবেষণাকারীদের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল। সরেজমিন গিয়ে দেখা যায়, পার্শ্ববর্তী মাঠে সমতল ভূমি থেকে প্রায় ১২/১৩ মিটার উঁচু একটি ঢিবি রয়েছে। যার ওপর প্রাচীনকালের তৈরি ইটের টুকরা দেখা যায়। ঢিবিটি বিভিন্ন প্রজাতির গাছে আবৃত রয়েছে। স্থানীয়রা জানান, তাঁরা বাপ দাদার কাছ থেকে শুনে আসছেন এটি বিরাট রাজার বাড়ি। এই ঢিবি থেকে ২শ’ গজ পশ্চিমে অনুরূপ আরও একটি ঢিবি রয়েছে। যার উচ্চতা ওই ঢিবিটির চেয়ে কিছুটা কম। ওই ঢিবি বিরাট রাজার বিচারালয়ের কার্যাদি চলত বলে স্থানীয়দের ধারণা। এখনও ওই ঢিবিটিতে ছোট ছোট কূপ আকৃতির চিহ্ন রয়েছে। ধনপোতা জমির বর্তমান মালিক রবিন বিশ্বাস, অমল বিশ্বাস ও মাখনলাল বিশ্বাস।
×