ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাবিতে রবির ক্যারিয়ার কার্নিভাল

প্রকাশিত: ০৬:০৮, ১৫ জুন ২০১৫

রাবিতে রবির ক্যারিয়ার কার্নিভাল

তরুণ শিক্ষার্থীদের ক্যারিয়ার সম্পর্কে দিকনির্দেশনা, রবি ও মোবাইল ফোন শিল্পে কাজের সুযোগ ও ধরন সম্পর্কে জানাতে শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে দিনব্যাপী ‘ক্যারিয়ার কার্নিভাল’ নামে অনুষ্ঠানের আয়োজন করেছে রবি আজিয়াটা লিমিটেড। শিক্ষার্থীদের সামনে রবি ও রবির মূল কোম্পানি মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ বারহাদ এবং এর বৈশ্বিক কার্যক্রম সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা হয়। রবিতে চাকরির সুযোগ সম্পর্কে জানাতে ‘ক্যারিয়ার এ্যাট রবি’ নামে আলাদা সেশনের আয়োজন করা হয়। ‘ক্যারিয়ার এ্যাট সেলস’ ও ‘অলটারনেটিভ ক্যারিয়ার’ নামে দুটি সেশন আয়োজন করা হয়। বিক্রয়ের ওপর আয়োজিত সেশনটিতে এ কাজের সুযোগ ও সম্ভাব্য চ্যালেঞ্জ সম্পর্কে জানানো হয়। অন্যদিকে ‘অলটারনেটিভ ক্যারিয়ার’ সেশনে মোবাইল টেলিযোগাযোগ খাতে শিক্ষার্থীদের কাজের সম্ভাবনা এবং এ কাজের চ্যালেঞ্জ ও প্রাপ্তি সম্পর্কে জানানো হয়েছে। রাবি শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত আইডিয়া জেনারেশন কম্পিটিশন অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। শিক্ষার্থীদের জন্য একটি কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। রবিতে নিয়োগের জন্য ক্যাম্পাসে একটি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণেরও সুযোগ পান শিক্ষার্থীরা। কার্নিভালে রবির রিসোর্সিংয়ের ভাইস প্রেসিডেন্ট শারমিন সুলতান বলেন, মেধাবীদের রবিতে নিয়োগের পাশাপাশি তাদের সাফল্যম-িত কর্মজীবন গড়ে তুলতে সঠিক দিকনির্দেশনা প্রদান এবং পরিকল্পনা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করছে রবির ক্যারিয়ার কার্নিভাল পদক্ষেপটি। রবির পিপল এ্যান্ড কর্পোরেট ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল ইমতিয়াজ খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×