ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতীয় ও ক্লাব ভারোত্তোলন শুরু

প্রকাশিত: ০৬:২৬, ১৫ জুন ২০১৫

জাতীয় ও ক্লাব ভারোত্তোলন শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের ব্যবস্থাপনায় রবিবার থেকে জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাসিয়ামে শুরু হয়েছে তিন দিনব্যাপী ১২তম পুরষ, ১০ম মহিলা জাতীয় ক্লাব ভারোত্তোলন প্রতিযোগিতা এবং ২য় আন্তঃসংস্থা ভারোত্তোলন প্রতিযোগিতা। প্রথম দিনে ৫৬ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ পান জেল অফিসার্স ক্লাবের রাজ কুমার রায়। এই শ্রেণীতে রৌপ্য পান মেহেরপুরের মোয়াজ্জেম ক্লাবের নুরুজ্জামান। ব্রোঞ্জ পেয়েছেন ঢাকা আরামবাগের হিমেল। ৬২ কেজিতে বাংলাদেশ ভারোত্তোলন ফেডাশেনের অফিস পিয়ন সোহাগ আলী ঢাকা আরামবাগ ক্লাব থেকে অংশ নিয়ে স্বর্ণ পদক লাভ করেন। সোহাগ স্ন্যাচে ৮০ ও জার্কে ১১২ মোট ১৯২ কেজি উত্তোলন করে প্রথম হন। এই শ্রেণীতে রৌপ্য জয় করেন মোয়াজ্জেম জিমন্যাস্টিক ক্লাবের হাফিজুর রহমান। ব্রোঞ্জ লাভ করেন অনির্বান ক্লাব কুষ্টিয়ার লুৎফর রহমান। দশম জাতীয় মহিলা ক্লাব ভারোত্তোলন প্রতিযোগিতায় ৪৪ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জয় করে এরশাদ নগর ক্লাবের মিতু আক্তার। তিনি স্ন্যাচে ২৫ ও জার্কে ২৫ মোট ৫০ কেজি উত্তোলন করেন। এই শ্রেণীতে রৌপ্য জেতেন রসতী স্থাপনা ক্লাবের উন্মে হাবিবা বর্ষা। ব্রোঞ্জ জেতেন স্মৃতি হুমায়ূন ভারোত্তোলন জিমের সুমী আক্তার। ৪৮ কেজিতে স্বর্ণ পান এরশাদ নগর ক্লাবের সোহাগী। তিনি স্ন্যাচে ৩৫ ও জার্কে ৪৩ মোট ৭৮ কেজি উত্তোলন করেন। রৌপ্য জেতেন বাগেরহাটের বুলবুলি। ব্রোঞ্জ পান মর্ডান বডি বিল্ডিং ক্লাবের শিল্পী রানী। দ্বিতীয় আন্তঃসংস্থা ভারোত্তোলন প্রতিযোগিতায় মেয়েদের ৪৮ কেজি ওজন শ্রেণীতে বাংলাদেশ আনসারের পক্ষে অংশ নিয়ে স্ন্যাচে ৫০ ও জার্কে ৬৫ মোট ১১৫ কেজি তুলে স্বর্ণ জিতেন মোল্লা সাবিরা সুলতানা। রৌপ্য পান বিজেএমসির সেতু অক্তার। ব্রোঞ্জ পেয়েছেন সেনাবাহিনীর লিমা আক্তার। মেয়েদের ৪৪ কেজিতে বাংলাদেশ সেনাবাহনীর স্মৃতি আক্তার স্ন্যাচে ৫০ ও জার্কে ৬০ মোট ১১০ কেজি তুলে স্বর্ণ পান। পুরুষ দ্বিতীয় আন্তঃভারোত্তোলন প্রতিযোগিতায় ৫৬ কেজিতে বাংলাদেশ আনসারের মোঃ আইন উদ্দিন স্ন্যাচে ৯৫ ও জার্কে ১০৫ মোট ২০০ কেজি উত্তোলন করে স্বর্ণ জেতেন। রৌপ্য পায়েছে আনসারের শরিফুল ইসলাম। ব্রোঞ্জ পান ফায়ার সার্ভিস দল থেকে অংশ নিয়ে সুজিত কুমার। ৬২ কেজিতে বাংলাদেশ আনসারের মোস্তাইন বিল্লাহ স্ন্যাচে ৯৫ ও জ্যাকে ১২৫ মোট ২২০ কজি তুলে স্বর্ণ পান।
×