ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলা ২য় পত্র

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৪৯, ১৫ জুন ২০১৫

নবম শ্রেণির পড়াশোনা

নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর ১.বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি? ক) দুইটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি ২.‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণ শব্দের কোন অংশে পাওয়া যায়? ক) আদিতে খ) অন্তে গ) আদি ও অন্তে ঘ) মাঝে ৩.মানুষের কণ্ঠনিঃসৃত বাক্সংকেতের সংগঠনকে কী বলে? ক) ধ্বনি খ) বর্ষা গ) বাক্য ঘ) ভাষা ৪. স্বভাবতই ‘ষ’-এর ব্যবহার জয়েছে কোন্ শব্দে? ক) মানুষ খ) বর্ষা গ) নষ্ট ঘ) কৃষ্টি ৫. অধিকরণ কারক কয় প্রকার? ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ ৬.‘সঞ্চয়’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি? ক) সন্ + চয় খ) সং +চায় গ) সম্ +চয় ঘ) সঙ + চয় ৭. নিচের কোনটি বিশেষ বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ? ক) গরিয়সী খ) মানবী গ) মেধাবিনী ঘ) সধ্বা ৮.‘যে-ই তার দর্শন পেলাম, সে-ই আমরা প্রস্থান করলাম’ এটি কোন্ জাতীয় বাক্য? ক) মৌালক বাক্য খ) যৌগিক বাক্য গ) মিশ্র বাক্য ঘ) সরল বাক্য ৯.‘কী হেতু এসেছ তুমি, কহ বিস্তারিয়া’ এখানে ‘হেতু’ অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে। ক) সঙ্গে খ) ক্ষণকাল অর্থে গ) নিমিত্ত অর্থে ঘ) ব্যাপ্তি অর্থে ১০.কোনটিতে ‘অপত্য’ অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে? ক) দাশরথি খ) সৌর গ) হৈমন্তিক ঘ) আগ্নেয় ১১.‘গ্রহণ’ শব্দের বিপরীত শব্দ কোনটি? ক) বর্জন খ)পরিহার গ) অগ্রাহ্য ঘ) প্রদান ১২. ‘বাঁশি বাজে ঐ মধুর লগনে’ কোন্ বাচ্যের উদারহণ? ক) কর্তৃবাচ্য খ) কর্মবাচ্য গ) ভাববাচ্য ঘ) কর্মকর্তৃবাচ্য ১৩. নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাজের উদাহরণ কোনটি? ক) দ্বীপ খ) মুখে-ভাত গ) আশীবিষ ঘ) ত্রিকাল ১৪.“শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে” বাক্যে কোন্ ধরনের ক্রিয়ার ব্যবহার? ক নামধাতুর ক্রিয়া খ) প্রযোজক ক্রিয়া গ) যৌগিক ক্রিয়া ঘ) মিশ্র ক্রিয়া ১৫.‘তিনি সৎ, তাই সকলেই তাঁকে শ্রদ্ধা করে’ বাক্যে ‘তাই’ অব্যয়টিÑ ক) সংযোজক অব্যয় খ) বিয়োজক অব্যয় গ) সমুচ্চয়ী অব্যয় ঘ) সংকোচক অব্যয় ১৬. কোন যতিচিহ্নের প্রয়োগে বিরতির প্রয়োজন নেই? ক) কমা খ) উদ্ধরণ চিহ্ন গ) ইলেক ঘ) কোলন ১৭. অনেকের মধ্যে একের উৎকর্ষ বা অপকর্ষ বোঝাতে মূল বিশেষণের পূর্বে কোনটি বসে? ক) সবচাইতে খ) অপেক্ষা গ) চাইতে ঘ) অনেক ১৮. নির্দেশক সর্বনামের পর টা, টি যুক্ত হলে তা কী হয়? ক) নিরর্থক হয় খ) সুনির্দিষ্ট হয় গ) সুনির্দিষ্ট ও অনির্দিষ্ট দুই-ই হতে পারে ঘ) অনির্দিষ্ট হয় ১৯.‘নিখাদ’ অর্থে কাঁচা’ শব্দের ব্যবহার কোনটি? ক) কাঁচা কথা খ) কাঁচা ইট গ) কাঁচা বয়স ঘ) কাঁচা সোনা ২০. ‘আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা।’ নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি কোনটি? ক) অপাদানে ২য়া খ) কর্মে ২য়া গ) কর্মে ৭মী ঘ) অপাদানে ৭মী ২১.কোনটি ধর্ম সংক্রান্ত ফারসি শব্দ? ক) কুরআন খ) ঈদ গ) নালিশ ঘ) রোযা ২২. প্রত্যক্ষ উক্তিতে কোন চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন হয় না? ক) কালের খ) ভাবের গ) পুরুষের ঘ) উক্তির ২৩.‘দুর্লভ বস্তু’ অর্থে বাগধারার ব্যবহার কোনটি ক) আকাশ কুসুম খ) অমাবস্যার চাঁদ গ) অরণ্যে রোদন ঘ) একাদশে বৃহস্পতি ২৪. যে সকল শব্দ তাদের আভিধানিক অর্থে ব্যবহৃত না হয়ে অন্য অর্থে ব্যবহৃত হয় তাদের কী বলে? ক) বাচ্যার্থ খ) বাহুল্য গ) মৌলিক অর্থ ঘ) লক্ষ্যার্থ ২৫. প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে বাক্য কোন গুণটি হারায়? ক) যোগত্যা খ) বাহুল্য গ) আসক্তি ঘ) আকাক্সক্ষা ২৬. ‘শান্তি’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? ক) শাম + তি খ) শম্ +ত্তি গ) শান্ত + ঈ ঘ)  শম্ + ক্তি
×