ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজনীতি থেকে খালেদাকে অবশ্যই বিদায় নিতে হবে ॥ সংসদে শেখ সেলিম

প্রকাশিত: ০৯:০০, ১৫ জুন ২০১৫

রাজনীতি থেকে খালেদাকে অবশ্যই বিদায় নিতে হবে ॥ সংসদে শেখ সেলিম

সংসদ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ‘জঙ্গী-সন্ত্রাসীদের নেত্রী’ হিসেবে আখ্যায়িত করে সরকারী দলের জ্যেষ্ঠ সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, আন্দোলনের নামে মানুষকে পুড়িয়ে হত্যা করে খালেদা জিয়া যে অপরাধ করেছেন, তাতে বাংলাদেশের মাটিতে তাঁর রাজনীতি করার কোন অধিকার নেই। রাজনীতি থেকে তাঁকে অবশ্যই বিদায় নিতে হবে। কারণ খালেদা জিয়াই হচ্ছেন এদেশের উন্নয়ন, শান্তি, গণতন্ত্র ও সমৃদ্ধির পথে প্রধান বাধা। তিনি দেশবাসীকেও জঙ্গী-সন্ত্রাসীদের নেত্রী খালেদা জিয়াকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যানের আহ্বান জানান। রবিবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন সরকারী দলের শিরিন নাঈম পুনম, আফতাব উদ্দিন সরকার, জাসদের নাজমুল হক প্রধান, ন্যাপের আমেনা আহমেদ, জাতীয় পার্টির মোহাম্মদ রুহুল আমিন ও শাহনারা বেগম।
×