ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব ॥ রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৫:৫২, ১৬ জুন ২০১৫

ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব ॥ রাষ্ট্রপতি

স্টাফ রিপোর্টার ॥ পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে নতুন প্রযুক্তি আবিষ্কার ও সেগুলোর ব্যবহারে সবাইকে অভ্যস্ত হওয়ার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। তিনি বলেছেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব। শিক্ষা ব্যবস্থায় তথ্যপ্রযুক্তির ব্যাপক সম্প্রসারণ ছাড়াও প্রশাসন, ব্যাংকিং, চিকিৎসাসেবা, ব্যবসা-বাণিজ্য এবং গণযোগাযোগের মাধ্যম হিসেবে তথ্যপ্রযুক্তির ব্যবহারে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আইসিটি এক্সপো-২০১৫ এর উদ্বোধন অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন। হার্ডওয়্যার পণ্য উৎপাদনকারী দেশ হওয়ার লক্ষ্যকে সামনে রেখে প্রথমবারের মতো হচ্ছে এই মেলা। সরকারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি যৌথভাবে তিন দিনের এ প্রদর্শনী ও মেলার আয়োজন করেছে। মেলার প্রতিপাদ্য ‘মিট ডিজিটাল বাংলাদেশ।’ অনুষ্ঠানে আবদুল হামিদ বলেন, নতুন নতুন আবিষ্কারের ফলে তথ্যপ্রযুক্তি খাতে প্রতিনিয়ত উন্নত প্রযুক্তির আবির্ভাব ঘটছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে আমাদেরও নতুন প্রযুক্তি আবিষ্কার ও ব্যবহারে অভ্যস্ত হতে হবে। তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে সরকার সার্বিক উদ্যোগ নিয়ে তা বাস্তবায়ন করছে উল্লেখ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, আইসিটি এক্সপো-২০১৫ সর্বশেষ প্রযুক্তি উদ্ভাবন ও ব্যবহারে উদ্যোক্তাদের জন্য অবারিত সুযোগের দ্বার উন্মোচন করবে। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি এখন জনগণের ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনের অন্যতম হাতিয়ার। তথ্যপ্রযুক্তির মাধ্যমে সেবা পৌঁছে গেছে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে। ফলে নাগরিক জীবনে স্বাচ্ছন্দ্য ও স্বস্তি এসেছে। এর আগে বক্তব্যের শুরুতে রাষ্ট্রপতি হিসেবে কোন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আগের মতো (জাতীয় সংসদের স্পীকার থাকাকালীন) প্রাণ খুলে কথা বলতে না পারার আক্ষেপ ফুটে ওঠে আবদুল হামিদের কণ্ঠে। তিনি বলেন, ‘স্পীকার থাকার সময় স্বাধীন-ফ্রি স্টাইলে বক্তব্য দিতাম। এখন অনেকটা বন্দী জীবনের মতোই। কথা-বার্তা হিসাব করে বলতে হয়। সাংঘাতিক ফাউল যাতে না হয়, সেদিকে খেয়াল রাখতে হয়।’ রাষ্ট্রপতির কথা শুনে এ সময় অনুষ্ঠানে উপস্থিত সবাই জোরে হাততালি দিয়ে হেসে উঠেন। অনুষ্ঠানে বঙ্গভবনের ওপর একটি এ্যাপও উদ্বোধন করেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানের সভাপতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের জন্য দরকার মানবসম্পদ উন্নয়ন। আমাদের আছে অফুরন্ত তারুণ্যের শক্তি। আমরা এক লাখ তরুণকে দক্ষ প্রযুক্তিবিদ হিসেবে গড়ে তুলতে ট্রেনিং কর্মসূচী গ্রহণ করেছি। বাংলাদেশের ১১৮টি সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয়ে আইসিটি বিভাগে বিশেষায়িত কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণাও অনুষ্ঠানে দেন তিনি।
×