ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চলচ্চিত্রে নিয়মিত প্লেব্যাক করতে চান লাবণ্য

প্রকাশিত: ০৬:৫১, ১৬ জুন ২০১৫

চলচ্চিত্রে নিয়মিত প্লেব্যাক করতে চান লাবণ্য

স্টাফ রিপোর্টার ॥ এ প্রজন্মের শিল্পীদের মধ্যে যে কয়জন গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন তাদের মধ্যে লাবণ্য অন্যতম। একাধারে গান, নাচ ও পড়াশোনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। পড়াশোনার পাশাপাশি একই সঙ্গে নাচ ও গান চালিয়ে যেতে চান তিনি। সঙ্গীত জগতে তার আগমন শফিক তুহিনের হাত ধরে। এরপর গান করেছেন বেশ কয়েকটি মিক্সড এ্যালবামে। পাশাপাশি নতুন শিল্পীর একক এ্যালবামে গান করেছেন কো-আর্টিস্ট হিসেবে। ‘তুমি দেখ শ্রাবণের মেঘ’ গানটি দিয়ে মিডিয়ায় লাবণ্যর পরিচিতি আসে। ইতোমধ্যে লাবণ্য তার প্রথম একক এ্যালবামের কাজ শুরু করেছেন। এ এ্যালবামে দেশের স্বনামধন্য সুরকার, গীতিকার ও সঙ্গীত পরিচালকেরা কাজ করছেন। এ্যালবামটি এ বছরের শেষদিকে বা আগামী বছরে আসতে পারে। লাবণ্য এ্যালবামের গানের পাশাপাশি স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় পার করছেন। লাবণ্য ২০১২ সালে সেরাকণ্ঠ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ঢাকা বিভাগে সেরা বিশ-এ ছিলেন। টেলিভিশনে গানের লাইভ অনুষ্ঠানে তার উপস্থিতি চোখে পড়ার মতো। চলচ্চিত্রে প্লেব্যাকের কথা আসতেই লাবণ্য বলেন, আমার নিয়মিত প্লেব্যাক করার ইচ্ছা আছে। তবে আমি ভাল গল্পের ভাল গানের চলচ্চিত্রে কাজ করতে চাই। পাশাপাশি তিনি বিজ্ঞাপনের জিঙ্গেলে কাজ করছেন। তিনি এখন পর্যন্ত বেশ কয়েকটি মিশ্র এ্যালবামের কাজও করেছেন। লাবণ্যর স্বপ্ন সম্পর্কে বলেন, ভাল কিছু গান গাইতে চাই। আমি চাই আমার শ্রোতারা আমাকে নিজের গানে চিনবে। আমি এ্যালবামে যেভাবে গান করি শ্রোতারা আমাকে ঠিক সেভাবে লাইভে পাবে। আমি সবার দোয়া ও ভালবাসা চাই যেন ভাল বাংলা গান করতে পারি এবং সারাজীবন বাংলা গানের সঙ্গে থাকতে পারি।
×