ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এ্যান্ড্রয়েডে ব্ল্যাকবেরি

প্রকাশিত: ০৪:১৭, ১৭ জুন ২০১৫

এ্যান্ড্রয়েডে ব্ল্যাকবেরি

জনপ্রিয়তা বাড়াতে এবার এ্যান্ড্রয়েডের দুনিয়ায় পা রাখছে ব্ল্যাকবেরি।চলতি বছর বাজারে লাইফ নামে একটি নয়া মডেল বাজারে এনেছিল সংস্থাটি। তারপরেও স্মার্টফোনের বাজারে দাগ কাটাতে পারেনি ব্ল্যাকবেরি। এছাড়া এ্যান্ড্রয়েডের সঙ্গে পাল্লা দিয়েও জনপ্রিয়তায় পিছিয়ে পড়েছে ব্ল্যাকবেবি। তবে কবেনাগাদ এই ফোন বাজারে আসবে তা জানা যায়নি। - ওয়েবসাইট ইরানে প্রথম ম্যাচমেকিং ওয়েবসাইট রক্ষণশীলতার নিগড় থেকে বেরিয়ে আসছে ইরান। ‘হামসানডটতাবইয়ানডটনেট’ নামে প্রথম ম্যাচমেকিং ওয়েবসাইট খোলা হয়েছে সেখানে। সোমবার এর উদ্বোধনের পর যুবকল্যাণ মন্ত্রী মহম্মদ গুলজারি বলেছেন, বন্ধুত্বের ধারণাই বদলে দেবে এই নতুন ওয়েবসাইট। তবে মাথায় রাখতে হবে এটা কোনও যৌন প্ররোচনামূলক ওয়েবসাইট নয়। এর মাধ্যমে মানুষ তার সঙ্গী সহজে খুঁজে পাবেন। এর মাধ্যমে যে কেউ নিজের ছবিসহ প্রোফাইল আপডেট করতে পারবে। দেশটিতে প্রায় এক কোটি ১০ লাখ বিবাহযোগ্য ছেলেমেয়ে রয়েছে। - ওয়েবসাইট
×