ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুমিরের পিঠে রেকুন

প্রকাশিত: ০৫:৪৮, ১৭ জুন ২০১৫

কুমিরের পিঠে রেকুন

এক মার্কিনীর তোলা কুমিরের পিঠে রেকুন চড়ে বসার একটি দুর্লভ ছবি ইন্টারনেটে সাড়া ফেলেছে। রিচার্ড জোনস নামের ওই মার্কিনী সম্প্রতি ফ্লোরিডার মধ্যাঞ্চলে অবস্থিত একটি জাতীয় উদ্যানে সপরিবারে বেড়াতে গিয়েছিলেন। সেখানে পানির মধ্যে থাকা একটি কুমির তার মনোযোগ আকর্ষণ করে। তিনি লক্ষ্য করলেন কোথার থেকে আসা একটি রেকুন কুমিরের ওপর চড়ে বসেছে। তিনি সময় ক্ষেপণ না করে দ্রুত কয়েকটি ছবি তুলে ফেলেন। ছোট ভালুক জাতীয় এক ধরনের প্রাণী রেকুন। উত্তর আমেরিকা প্রাণীটির প্রধান আবাসস্থল হলেও এশিয়ার কোন কোন দেশে বিশেষ করে পূর্ব এশিয়ায় একে দেখা যায়। ফ্লোরিডার ওকালা জাতীয় উদ্যানের রেকুনটি সম্ভবত পানি পার হওয়ার জন্য কুমিরের পিঠে চড়ে বসেছিল। জোনস মনে করেন, তার ছেলে হয়ত রেকুনকে ভয় দেখিয়ে থাকবে। যে কারণে প্রাণীটি দ্রুত পানিতে পার হতে গিয়ে আর কোন উপায় না দেখে কুমিরের পিঠে চড়ে বসেছে। কুমিরটি পানিতে ডুব দেয়ার এবং রেকুন দ্রুত লাফিয়ে ডাঙ্গায় উঠে পড়ার আগেই জোনস ছবিটি তোলেন। রবিবার তোলা ছবিগুলো তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয় ডব্লিউএফটিভির কাছে দেন। এ নিয়ে তিনি এখন ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া লক্ষ্য করছেন। কুমিরের মতো বিপজ্জনক একটি সরীসৃপের পিঠে রেকুনের মতো নিরীহ স্তন্যপায়ী প্রাণীর উঠে বসা একটি বিরল ঘটনাই বটে। সূত্র - বিবিসি
×