ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘ওয়ানডেতে বাংলাদেশ এখন সেরা দল’

প্রকাশিত: ০৬:০৩, ১৮ জুন ২০১৫

‘ওয়ানডেতে বাংলাদেশ এখন সেরা দল’

মোঃ মামুন রশীদ ॥ বিশ্বকাপ শেষ হয়ে গেছে অনেক আগেই। কিন্তু কোয়ার্টার ফাইনালে বিতর্কিত আম্পায়ারিংয়ের জেরে পরাজিত হয়ে বাংলাদেশ দলের বিদায়টা এদেশের ক্রিকেটপ্রেমী সাধারণ মানুষ কোনভাবেই মানতে পারেননি। এমনকি কেউ ভুলে যাননি আজ পর্যন্ত। কিন্তু বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা কোনভাবেই অতীতের সেসব বিষয় মাথায় আনতে নারাজ। এমনকি তিনি কোনভাবেই চান না দলের অন্য ক্রিকেটাররা এসব নিয়ে চিন্তা করে স্বাভাবিক খেলায় ব্যাঘাত ঘটাক। বর্তমান সময়ে বাংলাদেশ দল যেভাবে খেলছে মাশরাফির দাবি পরিসংখ্যান বিচারে সেরা দল হিসেবে বিবেচিত হয়েছে। তাই প্রতি ম্যাচ আলাদাভাবে চিন্তায় রেখে সেভাবেই পরিকল্পনা নিয়ে নামতে চান তিনি। মাশরাফি মনে করেন নিশ্চিতভাবেই শক্তিমত্তার কারণে সিরিজে ফেবারিট ভারত। সে কারণে সিরিজটা চ্যালেঞ্জিং হবে। কিন্তু যে কোন দলকে হারানোর আত্মবিশ্বাস অনেক আগেই পেয়ে গেছে বাংলাদেশ দল এমনটাই দাবি মাশরাফির। বুধবার সংবাদ সম্মেলনে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এসব কথা বলেন বাংলাদেশ অধিনায়ক। ভারতকে আগেও হারিয়েছে বাংলাদেশ দল। তবে এবার হারিয়ে দেয়াটা খুব জরুরী। কারণ একটি ম্যাচ জিততে পারলেই আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি আসরে খেলার সুযোগ তৈরি হবে। এ বিষয়ে মাশরাফি বলেন, ‘আট-দশটা সিরিজের মতোই এটাকে দেখছি। ভারতের সঙ্গে খেলা সবসময় চ্যালেঞ্জিং। যদিও সবার সঙ্গে আমাদের এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে। তারপরও বলব যখন ভারতের সঙ্গে খেলা হয় সবার দৃষ্টি একটু অন্যরকম থাকে। সব ক্রিকেটাররাও একটু অন্যরকমভাবে পারফর্ম করতে চায়। আমরা অবশ্যই প্রতি ম্যাচ জেতার জন্যই নামব। আর এখানে একটা ম্যাচ জিতলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযাগ তৈরি হবে। একটা ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ পেলে সেটা হবে আমাদের আজীবনের জন্য একটা অর্জন।’ কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার বিষয়ে পরিসংখ্যান নিয়ে ভাবা উচিত হবে না বলে মনে করেন মাশরাফি। এতে করে বাড়তি চাপ পড়বে ক্রিকেটারদের ওপর। এ বিষয়ে মাশরাফি বলেন, ‘আসলে এমন একটা পরিসংখ্যানের সামনে দাঁড়িয়ে ওই চিন্তাটা মাথায় আনা স্বাভাবিক। তবে এটা কোন না কোন সময় অতিরিক্ত চাপ হয়ে দাঁড়াতে পারে। আমার চাচ্ছি যে ক্রিকেটাররা এটা নিয়ে না ভাবুক। কালকেরটা (আজকের) ভাল করলে পরবর্তীটা চিন্তা করা যাবে। এই মুহূর্তে ভাবছি একটা একটা ম্যাচ করে এগিয়ে যেতে। প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এটা যারা জিতবে তাদের জন্য সিরিজ জয়ের সুযোগ শেষ ম্যাচ পর্যন্ত উন্মুক্ত থাকে।’ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ দল। সেই ম্যাচে ভারতের নির্ভরযোগ্য ব্যাটসম্যান বিরাট কোহলিকে সাজঘরে ফিরিয়ে ছিলেন পেসার রুবেল হোসেন। কোহলি-রুবেল দ্বৈরথ নিয়েও সবার দৃষ্টি থাকছে ওয়ানডে সিরিজে। এসব বিষয়ে মাশরাফি বলেন, ‘আমরা মাঠে অবশ্যই যুদ্ধ করি। কিন্তু এটা এমন না যে যুদ্ধই। আমার মনে হয় না যে তিন-চার মাসে আগে যা হয়ে গেছে তা নিয়ে কোন দলের ক্রিকেটার তা মনে রাখে। এখন আমরা নতুন সিরিজের সামনে দাঁড়িয়ে আছি। আমরা মাঠে খেলব, হারতে পারি-জিততেও পারি। সে (রুবেল) যদি পাগলামি করে ভাল করে তাহলে তো আমার জন্য ও দলের জন্য ভাল। তবে আমি চাই ব্যক্তিগত কোন আক্রমণ যেন না হয়। আমি তো রুবেল আর কোহলির মধ্যে সেসব কিছু দেখছি না। রুবেল একবার কোহলিকে আউট করেছে। কোহলিকে এমন বোলারও আছে যারা ছয়-সাতবার আউট করেছে, তাদের সঙ্গে তো ওরকম কিছু হয়নি।’ ইনজুরি কাটিয়ে এখন ভাল অবস্থায় আছেন মাশরাফি। দলে নতুন পেসার হিসেবে এসেছেন মুস্তাফিজর রহমান। তাসকিন আহমেদ-রুবেলদের নিয়ে গড়া পেস বিভাগ নিয়ে আশাবাদী মাশরাফি। তাছাড়া ভারত ফেবারিট হলেও যে কোন বড় দলকেই হারানোর সামর্থ্য বাংলাদেশের আছে বলে দাবি তার। তিনি বলেন, ‘এখন বিশ্বে যত দল ওয়ানডে ভাল খেলছে বাংলাদেশও তার একটি। আমি ছেলেদের বলেছি, ওয়ানডেতে এখন যত ভাল দল আছে পরিসংখ্যানে আমরা সবার চেয়ে এগিয়ে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ভারত ফেবারিট। কিন্তু এটা সত্য আমরা যখন মাঠে নামি তখন কখনও চিন্তা করি না কে ফেবারিট। ২০০৭ বিশ্বকাপের পর আমরা বিশ্বাস করতে শুরু করি আমরা বিশ্বের যে কোন দলকে হারাতে পারব। অবশ্যই আমাদের ভাল পেসার আছে। রুবেল, তাসকিন, মুস্তাফিজ নতুন উদীয়মান পেসার। সে সবাইকে চমকে দিতে পারে। অধিনায়ক হিসেবে আমি বিশ্বাস করি এই মুহূর্তে আমার কাছে ভাল একটা পেস এ্যাটাক আছে। যারা যে কোন দলের বিপক্ষে ভাল করতে পারবে।’
×