ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অভিষেকের অপেক্ষায় লিটন দাস ও মুস্তাফিজ

প্রকাশিত: ০৬:৩৫, ১৮ জুন ২০১৫

অভিষেকের অপেক্ষায় লিটন দাস ও মুস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথমবারের মতো ওয়ানডে দলে যখন সুযোগ পেয়েছেন, তখন অভিষেকটাও হয়ে যেতে পারে ব্যাটসম্যান কাম উইকেটরক্ষক লিটন কুমার দাস ও দলের একমাত্র বাঁহাতি পেসার মুস্তাফিজর রহমানের। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে আজ এ দুই ক্রিকেটারকে একাদশে দেখা যেতে পারে। বিসিবির নির্বাচক কমিটির সূত্রে সেই ইঙ্গিত মিলেছেও। ভারতের বিপক্ষে সিরিজে খেলার উদ্দেশে ফিল্ডিং করতে গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ ইনজুরিতে পড়েন। সিরিজ থেকেই ছিটকে পড়েন। ওয়ানডে সিরিজে রিয়াদের পরিবর্তে নেয়া হয় লিটনকে। স্বাভাবিকভাবেই তাকে খেলানোর জন্য নেয়া হয়েছে। এর সঙ্গে মুশফিক উইকেটরক্ষকের ভূমিকা না পালন করলে লিটনকেই সেই দায়িত্ব নিতে হবে। তাই লিটনকে একাদশে রাখা অনেকটাই নিশ্চিত। ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টে যে দুর্দশার সময়ও ৪৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন, সেটিই লিটনকে অভিষেক করিয়ে দিতে পারে। তবে শেষপর্যন্ত মুমিনুল হককেও লিটনের পরিবর্তে একাদশে দেখা গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না। রুবেল হোসেন ফিট না থাকায় টেস্টে একাদশে ছিলেন না। বুধবার অনুশীলনে যা দেখা গেল, তাতে রুবেলকে একটু কম গুরুত্বই দেয়া হয়েছে। শুরুতে মুস্তাফিজ, রুবেল, তাসকিন বোলিং অনুশীলন করতে থাকলেও; যেই মাশরাফি বল হাতে সেন্ট্রাল উইকেটে বল করা শুরু করলেন, রুবেল আর বল করলেন না। তাতে বোঝা গেল মুস্তাফিজ, তাসকিন, মাশরাফিকে নিয়েই ভাবা হচ্ছে। তাই যদি হয়, তাহলে দলের একমাত্র বাঁহাতি স্পিনার হিসেবে যেহেতু দলে নেয়া হয়েছে, আজ রুবেলের পরিবর্তে খেলতে পারেন মুস্তাফিজ। তাতে ওয়ানডে অভিষেকও হয়ে যেতে পারে পাকিস্তানের বিপক্ষে টি২০তে অভিষেক ম্যাচেই ২ উইকেট নেয়া মুস্তাফিজের।লিটন ও মুস্তাফিজের অভিষেক হবে? এ প্রশ্নের সঙ্গে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে নিয়েও সংশয় ছিল। কিন্তু যখন মাশরাফি নিজেই সেই সংশয় দূর করে দিয়েছেন, তখন আর মাশরাফির না খেলার কোন বিষয়ই থাকে না। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে সরাসরিই জিজ্ঞেস করা হলো, খেলবেন প্রথম ওয়ানডেতে? মাসের শুরুতেই বাসা থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রিকশায় করে আসতে গিয়ে বাসের ধাক্কায় পড়ে গিয়ে দুই হাতুর তালুতে ও হাঁটুতে ব্যথা পাওয়া মাশরাফি আত্মবিশ্বাসের সুরেই বললেন, ‘ইনশাআল্লাহ।’ তাতেই বোঝা গেল, মাশরাফি খেলবেন। অধিনায়ককে নিয়ে আপাতত শঙ্কা শেষ হয়ে গেছে। কিন্তু মুশফিকুর রহীম কী উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন? এ নিয়েও আছে দ্বিধা। আঙ্গুলে যে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যথা পেয়েছেন, তা সারছেই না। এর সঙ্গে ব্যাটিংয়েই বেশি মনোযোগী হতে হচ্ছে মুশফিককে। মাশরাফি বললেন, ‘এটা পুরোপুরি মুশফিকের ইচ্ছা।’ তার মানে মুশফিকই সেই সিদ্ধান্ত নেবেন। টেস্ট ম্যাচ নয়, ৫০ ওভারের ম্যাচ; তাই মুশফিক উইকেটরক্ষকের ভূমিকাতেও থাকতে পারেন।
×