ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফিফা অনুর্ধ ২ বিশ্বকাপ ফুটবল

ব্রাজিলের ষষ্ঠ শিরোপার হাতছানি

প্রকাশিত: ০৬:৩৬, ১৮ জুন ২০১৫

ব্রাজিলের ষষ্ঠ শিরোপার হাতছানি

স্পোর্টস রিপোর্টার ॥ ফিফা অনুর্ধ ২০ বিশ্বকাপ ফুটবলে ষষ্ঠ শিরোপা থেকে এক জয় দূরে আছে ব্রাজিল। ২০ জুন ফাইনালে সার্বিয়াকে হারাতে পারলেই যুবাদের সেরা হবে রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দেশের যুবারা। বুধবার সেমিফাইনালে ব্রাজিল ৫-০ গোলে বিধ্বস্ত করে সেনেগালকে। অপর সেমিতে সার্বিয়া ২-১ গোলে হারায় মালিকে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সেমিফাইনালে জোড়া গোল করেন ব্রাজিলের এ্যাটাকিং মিডফিল্ডার মার্কোস গিলেরমে। দ্বিতীয় পর্ব ও কোয়ার্টার ফাইনালের নকআউট ম্যাচে টাইব্রেকারে জেতা ব্রাজিল নির্ধারিত ও অতিরিক্ত সময়ে কোন গোল করতে পারেনি। তবে শেষ চারে সেনেগালের জালে পাঁচবার বল পাঠিয়ে দুর্দান্তভাবে গোল খরা কাটিয়েছে তারা। ম্যাচের প্রথম ২০ মিনিটেই তিন গোল করে জয় নিশ্চিত করে ফেলে ব্রাজিল। ম্যাচের পঞ্চম মিনিটে কোরেইরার আত্মঘাতী গোলের সুবাদে এগিয়ে যায় ব্রাজিল। সপ্তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গিলেরমে। ১৯ মিনিটে ব্রাজিলের হয়ে তিন নম্বর গোল করেন বসিলিয়া। ম্যাচের ৩৫ মিনিটে দলের হয়ে চতুর্থ গোল করেন জর্জে। বিরতির পর ৭৮ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন গিলেরমে। এবারের আসরের শিরোপা জিততে পারলে যুব বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার ছয়টি শিরোপা জয়ের রেকর্ড ছুঁতে পারবে ব্রাজিল। সেই সঙ্গে বড়দের বিশ্বকাপে সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে ষষ্ঠবারের মতো শিরোপা জয়ের স্বপ্ন ভেঙ্গে যাওয়ার ক্ষতও কিছুটা লাঘব হবে পেলের দেশের। আরেক সেমিতে মালির বিরুদ্ধে ম্যাচের চতুর্থ মিনিটে জিভোকোভিচের গোলে এগিয়ে যায় সার্বিয়া। ম্যাচের ৩৯ মিনিটে কোনের গোলে সমতা ফেরায় মালি। বাকি সময়ে দু’দলই গোল করতে ব্যর্থ হলে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ গোলে।
×