ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্বব্যাপী সহিংসতাজনিত ব্যয় দাঁড়িয়েছে ১৪ ট্রিলিয়ন ডলার

প্রকাশিত: ০৬:৪৭, ১৮ জুন ২০১৫

বিশ্বব্যাপী সহিংসতাজনিত ব্যয় দাঁড়িয়েছে ১৪ ট্রিলিয়ন ডলার

বিশ্বব্যাপী সহিংসতাজনিত ব্যয় চলতি বছর রেকর্ড ১৪ দশমিক তিন ট্রিলিয়ন ডলার ছুঁয়েছে। আর এই অঙ্কটি ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, স্পেন, যুক্তরাজ্য- এই ছয়টি দেশের সম্মিলিত অর্থনীতির সমপরিমাণ। বুধবার অস্ট্রেলিয়াভিত্তিক ইনস্টিটিউট ফর ইকোনমিকস এ্যান্ড পিস (আইইপি) বিশ্বের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে। বিশ্বের সবচেয়ে অশান্ত অঞ্চলগুলোর মধ্যে আফ্রিকীয় ও মধ্যপ্রাচ্যের দেশগুলো পড়েছে। এসব দেশ ক্রমবর্ধমান সহিংতায় আরও ডুবে যাচ্ছে। ২০১৫ সালের বৈশ্বিক শান্তি সূচকে জরিপকৃত ১৬২ দেশের মধ্যে সিরিয়া সবচেয়ে অশান্ত দেশ হিসেবে চিহ্নিত হয়েছে। আর সবচেয়ে দ্রুত পরিস্থিতির অবনতি হয়েছে লিবিয়ায়। বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে আইসল্যান্ড নিজের অবস্থান ধরে রেখেছে। আইইপির প্রতিষ্ঠাতা স্টিভ কিলেলেয়া থমসন রয়টার্স ফাউন্ডেশনকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, সহিংসতার খরচ সংঘর্ষে ক্রমবর্ধমান মৃত্যুর সঙ্গে, সংঘর্ষের ঘটনা যেখানে ঘটছে সেই দেশগুলোর অর্থনীতিতে এর প্রভাবের ওপর এবং বাস্তুচ্যুত মানুষের সঙ্গে সম্পর্কিত ক্রমবর্ধমান খরচের ওপর নির্ভর করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বর্তমানে উদ্বাস্তু মানুষের সংখ্যা সর্বোচ্চ স্তরে গিয়ে ঠেকেছে। শরণার্থী ও অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত পাঁচ কোটিরও বেশি মানুষকে দেয়া সহায়তার খরচ ২০০৮ সাল থেকে ২৬৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১২৮ বিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে। খবর বিবিসির।
×