ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৭:৫০, ১৮ জুন ২০১৫

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

সুধীর বরন মাঝি, শিক্ষক, ডক্টর মালিকা কলেজ , ঢাকা। ................................................... ১। স্কাউট ও গার্ল গাইডের এর মূলমন্ত্র হলো- ( র) সদা প্রস্তুত (র র) সেবা (র র র) ঘরে বসে থাকা । নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ২।স্কাউটি ও গার্ল গাইড প্রতিষ্ঠিত হয় কত সালে ? (ক) ১৯০৩ ও ১৯০৫ (খ)১৯০৫ ও ১৯০৭ (গ)১৯০৭ ও ১৯০৯ (ঘ)১৯০৭ ও ১৯১০সালে ৩।হাইকিং শব্দের অর্থ কী ? (ক)উদ্দেশ্য মূলক ভ্রমন (খ)প্রকৃতি দেখা (গ) বই পড়া(ঘ) ঘুরে বেড়ানো ৪।কম্পাস কি ? (ক) চেইন (খ) দিক নির্ণয় যন্ত্র (গ) কাটা (ঘ) হাইব্রিড ফল ৫। তাবু বাসের সময় নিজের মালপত্র রাখার পদ্বতি কে কী বলে? (ক)ল্যাসিং (খ) হাইকিং (গ) গ্যাজেট (ঘ) পাইওনিয়ারিং ৬। বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্টের প্রতিষ্ঠাতা কে ? (ক) জিন হেনরি ডুনান্ট (খ) রজার ফেদারার (গ) জন পল (ঘ) লুই কেন ৭। ডা.ফ্রেডিক এজমার্ক কোন দেশের নাগরিক ছিলেন ? (ক)জাপান (খ) জার্মানির (গ)কানাডা (ঘ) সুইডেন। ৮। গার্ল গাইড প্রতিষ্ঠিত হয় কত সালে ? (ক)১৯১০ সালে (খ) ১৯০৭ সালে (গ)১৯০৬ সালে (ঘ)১৯০৫ সালে ৯।প্রতিদিন করো না কারো উপকার করা কার শ্লোগান ? (ক) রেডক্রস (খ) কেয়ার (গ) ব্রাক (ঘ) স্কাউটি ও গার্ল গাইড ১০। কত সালে বাংলাদেশ রেডক্রস সোসাইটিকে স্বীকৃতি দেওয়া হয় ? (ক) ১৯৭১ (খ) ১৯৭২ (গ) ১৯৭৩ (ঘ) ১৯৭৪ সালে ১১।শিক্ষা মূলক কার্যক্রম কোনটি ? (ক) হাইকিং (খ) গাইডিং (গ) পর্যবেক্ষন (ঘ) প্রজেক্ট তৈরি ১২।¯া‹াউট ও গার্ল গাইড বিশ্বব্যাপী কি নামে পরিচিত ? (ক) ক্লাব (খ) যুব আন্দোলন (গ) হলদে পাখি (ঘ)নারী উন্নয়ন আন্দোলন ১৩।কীসের মাধ্যমে শিক্ষার্থীরা হাইকিং ও পাইওনিয়ারিং সর্ম্পকে ধারণা পায় ? (ক) কম্পিউটার (খ) বই পড়ে (গ) ইন্টারনেট (ঘ) প্রজেক্টরের মাধ্যমে ১৪। সমাজে বাস করা কাদের বৈশিষ্ট্য ? (ক) জীব (খ) জড় পদার্থ (গ) মানুষ (ঘ) পশু-পাখি ১৫। পৃথিবীতে মানুষ কিভাবে বসবাসের চেষ্টা করে ? (ক) একক ভাবে (খ) অনৈতিক ভাবে (গ) বিক্ষিপ্ত ভাবে (ঘ) দলবদ্ধ ভাবে ১৬। হাইকিং এর মান কিসের উপর নির্ভর করে ? (ক) পরিকল্পনার (খ) খেলাধুলার (গ) একতা (ঘ) নিয়ন্ত্রন ১৭। প্রাকৃতিক মানচিত্রে থাকে - (ক) জেলা সীমা (খ) জলসীমা সমূহ (গ) এলাকার অবস্থান (ঘ) থানা সীমা ১৮। জন হেনরি ডুনান্ট কত সালে মৃত্যু বরণ করেন ? (ক) ১৯১০ সালের১০জুন (খ) ১৯১০সালের ৩০অক্টোবর (গ) ১৯১২ সালের ১০মে (ঘ) ১৯২০ সালের ৮মে ১৯। গ্যাজেট তৈরীতে ব্যবহার করা হয়- (ক) বাঁশ (খ) গাছের ডাল (গ) দড়ি নিচের কোনটি সঠিক ? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ২০। হাইকিং এর মাধ্যমে শেখা যায়- (ক) সামাজিক জরিপ (খ) ফিল্ড তৈরী (গ) কম্পাস স্থাপন নিচের কোনটি সঠিক ? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর উত্তর ঃ ১ (ক) ২ (ঘ) ৩ (ক) ৪ (খ) ৫ (গ) ৬ (ক) ৭ (খ) ৮ (ক) ৯ (ঘ) ১০ (গ) ১১ (ক) ১২ (খ) ১৩ (ঘ) ১৪(গ) ১৫ (ঘ) ১৬ (ক) ১৭ (খ) ১৮ (খ) ১৯ (ঘ) ২০ (ঘ)
×