ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়

প্রকাশিত: ০৬:২৫, ১৯ জুন ২০১৫

রাজশাহীতে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরীতে আবারও অপহরণ সিন্ডিকেট মাঠে নেমেছে। তারা বিভিন্ন কৌশলে ব্যবসায়ী ও ধনী ব্যক্তিদের অপহরণের পর মুক্তিপণ আদায়ের চেষ্টায় লিপ্ত রয়েছে। সর্বশেষ বুধবার রাজশাহীতে এক ব্যবসায়ীকে অপহরণের পর তার কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। মিথ্যা তথ্য দিয়ে বাড়ি ভাড়া নিয়ে এ অপকর্মে লিপ্ত হয়েছে ওই সিন্ডিকেট। জানা গেছে, বুধবার বিকেলে জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বরের ইসলামী ব্যাংকের সামনে থেকে অপহরণের পর নগরীর শালবাগান এলাকায় একটি বাড়িতে আটকে রেখে ওই ব্যবসায়ীর নিকট থেকে ৫০ হাজার টাকা বিকাশের মাধ্যমে আদায় করা হয়। পরে ওই ব্যবসায়ীকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় অপরহণকারীরা। অপহরণের শিকার ব্যবসায়ী বেলাল হোসেন তাহেরপুরের বাসিন্দা। চারঘণ্টা আটকে রাখার পর সন্ধ্যায় মুক্তি দেয়া হয় তাকে। বিষয়টি মহানগর গোয়েন্দা পুলিশকে জানানো হলে বেলালের দেয়া তথ্যমতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। তবে তার আগেই বাড়িতে অবস্থান নেয়া সিন্ডিকেট সদস্যরা পালিয়ে যায়।
×