ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চার ওপেনার, আট ব্যাটসম্যান ও এক পেসার পরবর্তী

প্রকাশিত: ০৭:০৪, ১৯ জুন ২০১৫

চার ওপেনার, আট ব্যাটসম্যান ও এক পেসার পরবর্তী

হাতুরার নতুন ফর্মুলাাঞ্চাইজির জন্য বিজ্ঞাপন দেয়া হবে।’ রংপুর রাইডার্সের বকেয়া পরিমাণ কম হলেও অন্য ছয় ফ্র্যাঞ্চাইজির গড়ে ১০ কোটি টাকা করে বকেয়া রয়েছে বলে জানান সিনহা। বিপিএলের গবর্নিংবডির চেয়ারম্যান আরও উল্লেখ করেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে সম্পর্ক ভাল থাকায় এবারের আসরে পাকিস্তানের ক্রিকেটাররা অংশ নেবেন। তবে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিধি-নিষেধের কারণে ভারতের ক্রিকেটারদের অন্য দেশের ঘরোয়া লীগগুলোতে অংশগ্রহণের সুযোগ নেই। তাই বিপিএলে তাদের খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ।’ গত বছরই বিপিএলের তৃতীয় আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু, শেষ পর্যন্ত তা আর হয়ে উঠেনি। সাত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দলের সমন্বয়ে ২০১২ সালে প্রথমবারের মতো বিপিএল টি২০ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সে বার চ্যাম্পিয়ন হয় ঢাকা গ্ল্যাডিয়েটর্স। পরের আসরেও শিরোপা ঘরে তোলে তারা। ২০১৩ সালে হয় দ্বিতীয় আসর। এরপর ম্যাচ গড়াপেটার তদন্তের জন্য বিপিএল আর হয়নি। এখন সেই তদন্ত অনেক আগেই শেষ হয়েছে। আবার তাই বিপিএল হবে।
×