ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তৃতীয় পর্বে লিসিকি, বাউচার্ডের বিদায়

প্রকাশিত: ০৭:০৫, ১৯ জুন ২০১৫

তৃতীয় পর্বে লিসিকি, বাউচার্ডের বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ বার্মিংহাম ওপেনে দুর্দান্ত গতিতে ছুটছেন সাবিনে লিসিকি। বুধবার বেলিন্ডা বেনসিচের বিপক্ষে জিতে টুর্নামেন্টের তৃতীয় পর্বে উঠার পাশাপাশি নতুন একটি রেকর্ডও গড়েন জার্মানির এই টেনিস তারকা। সাবিনে লিসিকি এদিন ২৭টি এইস খেলার মাইলফলক স্পর্শ করেন। যা ডব্লিউটিএ টুর্নামেন্টের এক ম্যাচে যে কোন খেলোয়াড়েরই সর্বোচ্চ এইস খেলার রেকর্ড। আর অসামান্য এই কীর্তি গড়ার পর উচ্ছ্বসিত লিসিকি। টুর্নামেন্টের অষ্টম বাছাই লিসিকি দ্বিতীয় পর্বে ৬-১ এবং ৭-৬ (৭/৪) গেমে পরাজিত করেন সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনসিচকে। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে উচ্ছ্বসিত সাবিনে লিসিকি বলেন, ‘আরও একটি রেকর্ড গড়তে পারাটা আসলেই আনন্দের। ঘাসের কোর্টে এইস খেলতে পারাটা একটি বড় অস্ত্র। আর আমি ঘাসের কোর্টে খেলতে সবসময়ই ভালবাসী।’ জার্মানির প্রতিভাবান টেনিস তারকা সাবিনে লিসিকি। ২০১৩ সালে উইম্বল্ডনের ফাইনালে উঠেই পাদপ্রদীপের আলোয় চলে আসেন তিনি। কিন্তু পরের টুর্নামেন্টগুলোতে নিজেকে মেলে ধরতে পারেনি ২৫ বছর বয়সী এই জার্মান তারকা। আবার সেই উইম্বল্ডন শুরুর আগেই আলোচনায় উঠে এলেন তিনি। ইংল্যান্ডের সেন্ট্রাল কোর্টে বার্মিংহাম ওপেন মূলত উইম্বল্ডনেরই প্রস্তুতি মঞ্চ। দুই বছর আগে উইম্বল্ডনে রানারআপ হওয়ার আগে বার্মিংহাম ওপেনে চ্যাম্পিয়ন হওয়ারও গৌরব অর্জন করেছিলেন তিনি। ২০১১ সালের বার্মিংহাম ওপেন এবং উইম্বল্ডনের রানারআপ হওয়ার সব স্মৃতি সাবিনে লিসিকির সামনে এখনও সেগুলো অনুপ্রেরণা। এ বিষয়ে ক্যারিয়ারে চার ডব্লিউটিএ শিরোপা জেতা এই তারকা বলেন, ‘ইংল্যান্ডে খেলার সব স্মৃতিগুলোই আমার কাছে দারুণ। বার্মিংহামে শিরোপা জেতা এবং উইম্বল্ডনে ভাল করা আমার কাছে সবই চমৎকার মনে হয়।’ সাবিনে লিসিকি ছাড়াও বার্মিংহাম টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে জয়ের দেখা পেয়েছেন তারই স্বদেশী এ্যাঞ্জেলিক কারবার, সার্বিয়ার জেলেনা জাঙ্কোভিচ এবং স্পেনের কার্লা সুয়ারেজের মতো তারকারা। জার্মানির এ্যাঞ্জেলিক কারবার এদিন ৬-৪, ২-৬ এবং ৬-৪ গেমে হারান বুলগেরিয়ার সভেতলানা পিরনকোভাকে। সার্বিয়ার ১৫তম বাছাই জাঙ্কোভিচ ৭-৬ (১৩/১১) এবং ৬-৩ গেমে হারান অস্ট্রেলিয়ার কেসে দেল্লাকুয়াকে। আর স্পেনের কার্লা সুয়ারেজ নাভারো ৬-২, ৩-৬ এবং ৬-৪ গেমে হারান হুন্ডুরাসের টিমিয়া বাবোসকে। তবে বার্মিংহাম ওপেনের দ্বিতীয় পর্ব থেকেই হেরে লজ্জাজনকভাবে বিদায় নিয়েছেন আনা ইভানোভিচ এবং ইউজেনি বাউচার্ডের মতো ফেবারিট দুই তারকা। এছাড়া ওয়াকওভারে বিদায় নিয়েছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কা। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই ফেবারিটের তকমাটা গায়ে মাখানো ছিল আনা ইভানোভিচের। কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী করে রাখতে পারেননি। বুধবার পর্তুগালের অখ্যাত মিচেলি লার্চার ডি ব্রিতোর কাছে ৬-৪, ৩-৬ এবং ৭-৬ গেমে পরাজয় মানেন দ্বিতীয় বাছাই আনা ইভানোভিচ। বার্মিংহাম ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন ইভানোভিচ। যে কারণে তার উপর ভক্ত-অনুরাগীদের প্রত্যাশাটাও ছিল বেশি। কিন্তু এদিন র‌্যাঙ্কিংয়ের ১৩৫ নাম্বারে থাকা মিচেলি লার্চারের কাছে হেরে লজ্জা উপহার দেন তিনি। লজ্জা পেয়েছেন কানাডার তরুণ প্রতিভাবান ইউজেনি বাউচার্ডও।
×