ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশ্বে প্রতিদিন উদ্বাস্তু হচ্ছে ৪২ হাজার ৫শ’ মানুষ

প্রকাশিত: ০৫:২৮, ২০ জুন ২০১৫

বিশ্বে প্রতিদিন উদ্বাস্তু  হচ্ছে ৪২ হাজার ৫শ’ মানুষ

যুদ্ধ, সংঘাত এবং নিপীড়নের কারণে বিশ্বজুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ২০১৪ সাল নাগাদ রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। এ সংখ্যা প্রায় ৬ কোটি বলে জানানো হয়েছে জাতিসংঘের এক প্রতিবেদনে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তৈরি এ প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালের চেয়ে ২০১৪ সালে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছিল ৮৩ লাখেও বেশি। এত বিপুল সংখ্যক মানুষ উদ্বাস্তু হওয়ার পেছনে সিরিয়ায় চলমান সংঘাতই প্রধান কারণ হিসেবে দেখা হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান এন্টনিও গুটারেস বিবিসিকে বলেছেন পৃথিবী এখন বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। মানবতাবাদীরা এ বিশৃঙ্খলা দূর করবে, মানুষ এমনটি মনে করে থাকলে, সেটি এখন আর সম্ভব না। আমাদের আর এ পরিস্থিতি সামাল দেয়ার ক্ষমতা নেই। তিনি বলেন, দিন দিন আরও মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। আর তাদের অনেকের জন্যই সহায়তার হাত বাড়ানোর সুযোগ নেই। এটাও দুঃখজনক। ২০১৪ সালে প্রতিদিন ৪২ হাজার ৫শ’ মানুষ উদ্বাস্তু হয়েছে বলে জানান গুটারেস। এর আগের বছর আগে যে সংখ্যা ছিল ৩২ হাজার। গত পাঁচ বছরে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে অন্তত ১৫ যুদ্ধ বা সংঘাত তৈরি হয়েছে। এতে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এতে করে ২০১৪ সালের শেষ নাগাদ উদ্বাস্তু হয়েছে ৫ কোটি ৫৯ লাখ মানুষ। এর মধ্যে সংঘর্ষের কারণে নিজ নিজ দেশে উদ্বাস্তু হয়েছে ৩ কোটি ৮২ লাখ মানুষ। ইউক্রেইন, নাইজিরিয়া এবং দক্ষিণ সুদানে যুদ্ধের কারণে এ সংখ্যা আরও বেড়েছে। আর উদ্বাস্তু হওয়া মোট মানুষের ৫০ শতাংশই শিশু বলে জানিয়েছে ইউএন এইচসিআর। প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৭৬ লাখ মানুষ আর বিদেশে উদ্বাস্তু হয়েছে আরও ৪০ লাখ মানুষ। যুদ্ধ, সংঘাতের কারণে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বিভিন্ন দেশে আশ্রুয়প্রার্থীর সংখ্যাও বেড়ে গেছে। বিশেষ করে ইউরোপে। জার্মানি, সুইডেন, হাঙ্গেরি, ইতালি, ফ্রান্স, অস্ট্রিয়া ও যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য আবেদন করেছে লাখ লাখ মানুষ। -ওয়েবসাইট
×