ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে শিশির রহমানের একক সঙ্গীতানুষ্ঠান

প্রকাশিত: ০৫:৩৩, ২০ জুন ২০১৫

মুন্সীগঞ্জে শিশির রহমানের  একক সঙ্গীতানুষ্ঠান

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে শিল্পী শিশির রহমানের একক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রবিবার রাতে এই আয়োজনে নানা শ্রেণী-পেশার মানুষের উপস্থিতি ছিল বিশেষ লক্ষণীয়। গ্রীষ্মের বিদায়ী রাতে বর্ষার আগমী ক্ষণে এই আয়োজন ভিন্নমাত্রা যুক্ত করে। সপ্তর্ষি সঙ্গীত আসর আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল। সংগঠনটির সভাপতি ছাবেরা আক্তার ছবির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জী, আর্শেদউদ্দিন চৌধুরী, পিপি আবদুল মতিন, তা. ম. আসাদুজ্জামান, মতিউল ইসলাম হিরু, অভিজিৎ দাস ববি, শাহিন মো. আমানুল্লাহ, জাহাঙ্গীর আলম ঢালী, শহীদুল্লাহ শহীদ, জয়া দাস শিখা এবং সাব্বির হোসেন জাকির প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে অভিনেতা, নির্দেশক, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিল্পী শিশির রহমান, ভাস্কর্য শিল্পী বিন্দু সরকার ও সংগঠক আনমনা আনোয়ারকে সংগঠনটি সম্মাননা প্রদান করে। এরপর একক সঙ্গীতানুষ্ঠানে শিল্পী জনপ্রিয় সব গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে শিল্পী ১৫ গান পরিবেশন করেন।
×