ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বনানী ফ্লাইওভারে পিকআপ-ট্রাক সংঘর্ষে হত ৩

প্রকাশিত: ০৬:১১, ২০ জুন ২০১৫

বনানী ফ্লাইওভারে পিকআপ-ট্রাক সংঘর্ষে হত ৩

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বনানী ফ্লাইওভারের ঢালে মুরগিবাহী পিকআপ ও মাটিবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ সময় তিনজন গুরুতর আহত হয়েছে। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোরের দিকে বনানীর ফ্লাইওভারের ঢালে মুরগিবাহী পিকআপ ও মাটিবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এরা হচ্ছে, মাটিবাহী ট্রাকের চালক আরিফ (২৫), হেলপার শামীম (২২) ও মুরগির পিকআপ চালক মিজানুর রহমান (২৫)। এ সময় মুরগিবাহী পিকআপ আরোহী সেলিম (৩০) ও একদিন মিয়া (৩২) ও মাটিবাহী ট্রাকের হেলপার আশিক (২৫) গুরুতর আহত হয়েছে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বনানী থানার এসআই আতাউর রহমান জানান, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে আর্মি স্টেডিয়ামের উল্টো দিকে বনানী ফ্লাইওভারের নিচে একটি পিকআপ মুরগি নিয়ে ফ্লাইওভারের দিকে যাচ্ছিল। অন্যটি কুড়িল থেকে মাটিভর্তি ট্রাক নিয়ে আসছিল। এ সময় দুই মালবাহী পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাহনের ছয়জন গুরুতর আহত হন। পরে আহত আরিফ, শামীম ও মিজানুরকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আর মুরগির ভ্যানের আরোহী সেলিম, একদিন মিয়া ও মাটিবাহী ভ্যান চালকের সহকারী আশিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ঢাকা মেডিক্যাল হাসপাতালে পুলিশ ফাঁড়ির এএসএই সেন্টু চন্দ্র দাশ জানান। আহত আশিক বলেন, কুড়িল বিশ্বরোড থেকে ট্রাকে মাটি আনলোড করে আমি, ট্রাক চালক আরিফ ও হেলপার শামীম ধানম-ি ৩২ এ যাচ্ছিলাম। সকাল সাড়ে ৫টায় বনানী ফ্লাইওভারের ঢালে বিপরীত দিক থেকে আসা একটি মুরগিবাহী পিকআপের সঙ্গে তাদের বহনকারী মাটিবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে মোট ৬ জন আহত হয়। হাসপাতালে নিলে ট্রাকচালক আরিফ, হেলপার শামীম ও মুরগি পিকআপ ভ্যানচালক মিজানুরের মৃত্যু হয়।
×