ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘ডি-মিউচুয়ালাইজেশনের পর শেয়ারবাজারে স্বচ্ছতা বেড়েছে’

প্রকাশিত: ০৬:৪৯, ২০ জুন ২০১৫

‘ডি-মিউচুয়ালাইজেশনের পর শেয়ারবাজারে   স্বচ্ছতা বেড়েছে’

‘ডি-মিউচুয়ালাইজেশন’ বা স্টক এক্সচেঞ্জের পরিচালন ও মালিকানা পৃথকীকরণের ফলে দেশের শেয়ারবাজার আরও অনেক স্বচ্ছ হয়েছে বলে জানালেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক স্বপন কুমার বালা। তার মতে, শেয়ার ব্যবসায় যুক্ত নয় কিন্তু বাজার সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ এমন পরিচালকরা স্টক এক্সচেঞ্জ পরিচালনায় যুক্ত হওয়ায় শেয়ারবাজারে স্বচ্ছতা যেমন বেড়েছে তেমনি কাজেও গতি এসেছে। ২০১০ সালের ডিসেম্বরে দেশের শেয়ারবাজারে বড় ধরনের ধসের পর গঠিত তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী দুই স্টক এক্সচেঞ্জকে ডিমিউচুয়ালাইজড বা স্বতন্ত্র পরিচালকদের হাতে অর্পণ করা হয়। খুব শীঘ্রই দেশের দুই স্টক এক্সচেঞ্জকে জনগণের কাছে বিক্রির জন্য শেয়ারবাজারে তালিকাভুক্ত করা হবে বলেও জানান অধ্যাপক স্বপন কুমার বালা। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগ আয়োজিত সেমিনারের মূল প্রবন্ধের মধ্য দিয়ে অধ্যাপক স্বপন কুমার বালা এসব কথা বলেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে ‘ডি-মিউচুয়ালাইজড ঢাকা স্টক এক্সচেঞ্জ : চান্স এ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক এ সেমিনারটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আহমদ শফি। তিনি বলেন, একাধিকবার দেশে শেয়ারবাজার ধসের ঘটনা ঘটায় অনেক মানুষ সর্বস্বান্ত হয়েছে। আর এসব ঘটনায় বাজার সংশ্লিষ্টদের কারসাজির তথ্যও উঠে এসেছে। তাই নতুন পরিচালন ব্যবস্থায় স্বচ্ছতাই পারে শেয়ারবাজারের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে। সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় ও অর্থনীতি অনুষদের ডিন এবং বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ডক্টর তানবীর আহমেদ চৌধুরী। সেমিনারে পাশাপাশি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। -বিজ্ঞপ্তি
×