ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্যারিয়ারের মধ্যগগনে সাফারোভা

প্রকাশিত: ০৭:০০, ২১ জুন ২০১৫

ক্যারিয়ারের মধ্যগগনে সাফারোভা

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছর থেকেই দুর্দান্ত খেলছিলেন। ক্যারিয়ার সেরা সাফল্য হিসেবে মর্যাদার গ্র্যান্ডসøাম আসর উইম্বল্ডন আসরের সেমিফাইনালে উঠেছিলেন। যদিও ২০০৭ সালে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল খেলার পর পুরোপুরিই হারিয়ে গিয়েছিলেন তিনি। সবাই ধরে নিয়েছিলেন অঘটন ছিল সেটা। তবে গত বছর উইম্বল্ডনের সেমি খেলার পর ইউএস ওপেনের চতুর্থ রাউন্ড পর্যন্ত খেলে নিজেকে আবারও শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত করে তোলেন। চেক প্রজাতন্ত্রের ২৮ বছর বয়সী টেনিস তারকা লুসি সাফারোভা। এবার ফ্রেঞ্চ ওপেনেও দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন। ক্যারিয়ারের সেরা সাফল্য পেয়েছেন। খেলেছেন ফাইনাল। এর পুরস্কার হিসেবে ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ের ৬ নম্বরে উঠে এসেছেন তিনি। ক্যারিয়ার সেরা এ র‌্যাঙ্কিং নিয়েই এখন চলতি মাসের শেষদিকে উইম্বল্ডনে অবতীর্ণ হবেন তিনি। ভাল অনুপ্রেরণাই পেলেন সাফারোভা। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ওঠার পথে রাশিয়ান টেনিস সেনসেশন মারিয়া শারাপোভা ও সার্বিয়ান সুন্দীর আনা ইভানোভিচদের হারিয়ে এবার হৈচৈ ফেলে দিয়েছিলেন সাফারোভা। সে সময় অনেকেই মনে করেছিলেন এবার প্রথমবারের মতো কোন গ্র্যান্ডসøাম জিততে চলেছেন এ চেক তরুণী। কিন্তু ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে তার প্রতিপক্ষ ছিল যুক্তরাষ্ট্রের কৃষ্ণকন্যা বিশ্বের এক নম্বর সেরেনা উইলিয়ামস। তার বিরুদ্ধে আগে ৮ বার খেলেও কোন ম্যাচ জিততে পারেননি সাফারোভা। এবারও পারলেন না। টানা নবম বার হেরে গেলেন সেরেনার কাছে। তবে গৌরব একটুও কমেনি তাতে করে। বরং গ্র্যান্ডসøাম আসর ফ্রেঞ্চ ওপেনের রানার্সআপ হয়েছেন। ফরাসী ওপেনের রানার্সআপ হওয়ার পর এখন আগের যে কোন সময়ের চেয়ে সাফারোভা মানসিকভাবে অনেক আত্মবিশ্বাসী। উজ্জীবিত থেকেই নামবেন আসন্ন উইম্বল্ডনে। চলতি মাসের ২৯ তারিখ শুরু হবে মর্যাদার উইম্বল্ডনে। এই আসরেই গত বছর উঠেছিলেন শেষ চারে। এবার আরও ভাল অবস্থানে আছেন সাফারোভা। নিজের খেলার উন্নতি হয়েছে অনেক। ফ্রেঞ্চ ওপেনের সাফল্য তাকে ক্যারিয়ার সেরা অবস্থানে নিয়ে গেছে। উত্তীর্ণ হয়েছেন ৬ নম্বরে। ইভানোভিচকে এক ধাপ পেছনে ঠেলে দিয়েছেন। ১৩ নম্বরে থেকে শুরু করেছিলেন ফ্রেঞ্চ ওপেন।
×